Sunday, November 16, 2025

বসিরহাটে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি! উত্তপ্ত ন্যাজাট, অভিযোগ বিজেপির দিকে 

Date:

শুক্রবার রাতে তৃণমূল কর্মীকে (TMC) লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো শনির সকালেও। উত্তপ্ত বাঁশতলা, শংকরপুর , ন্যাজাট সহ বিস্তীর্ণ এলাকা। বসিরহাটের (Basirhat) পিফা এলাকার বিক্ষোভ বাড়ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার বোমা । গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আলতাফ মালিকে আরজি কর হাসপাতালে (RG Kar Medical College Hospital) স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে গুলি করে পালাতে দেখা গিয়েছে আয়ুব গাজি নামের এক ব্যক্তিকে। এর আগে গুলি চালিয়ে খুনের ঘটনায় আয়ুব পাঁচ বছর জেল খেটেছেন বলে স্থানীয় সূত্রে খবর। অভিযুক্ত বিজেপি (BJP ) কর্মী বলে জানিয়েছে তৃণমূল। সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ (Basirhat Police)।

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কর্মী আলতাফ বসিরহাট থানার পিফা এলাকার বাঁশতলার একটি দোকানে যান। আচমকাই পিছন থেকে এসে আলতাফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়েরা। সে সময়ই আয়ুব তাঁর সঙ্গে থাকা ব্যাগ এলাকারই একটি দোকানের সামনে ফেলে পালান বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ওই ব্যাগে বেশ কয়েকটি তাজা বোমা ছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বসিরহাট থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই বোমা ভর্তি ব্যাগ উদ্ধার করে। এই ঘটনায় বিজেপির মদত আছে বলে অভিযোগ করে বিক্ষোভ ডাকাতি শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। তাঁদের কথায় লোকসভা নির্বাচনে বসিরহাটে হেরে গিয়ে বিজেপি বেছে বেছে তৃণমূল কর্মীদের টার্গেট করছে।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version