Wednesday, August 27, 2025

সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা: প্রতিবাদে সরব ১৫টি সাংবাদিক সংগঠন

Date:

একাধারে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ, অন্যদিকে গ্রাহকের কাছে সংবাদ পৌঁছানোর ওপরও লাগাম। কেন্দ্র সরকারের নতুন তথ্য সম্প্রচার আইন নিয়ে এবার সরব দেশের প্রথম সারির ১৫টি সংবাদকর্মী সংস্থা। কেন্দ্র সরকারের ২০২৩ সালের চারটি আইন বা বিলের প্রতিবাদ করে একটি প্রস্তাবনা পেশ করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ব্রডকাস্ট সার্ভিসেস (রেগুলেশন) বিল, ২০২৩; ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ২০২৩; দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিওডিকাল অ্যাক্ট, ২০২৩ এবং তথ্যপ্রযুক্তি সংশোধনী বিধিমালা, ২০২৩ – এই চার আইনের প্রতিবাদে ১৫ দফা প্রস্তাব গ্রহণ করা হয়েছে দেশের সাংবাদিকদের সংগঠনের তরফে। এই যৌথ প্রস্তাবে স্বাক্ষর করেছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন, দিল্লি ইউনিয়ন অফ জার্নালিস্ট, ডিজিআইপিইউবি নিউজ ফাউন্ডেশন, ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন, ওয়ার্কিং নিউজ ক্যামেরাম্যানস অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান উইমেন্স প্রেস কর্পস, কোগিটা মিডিয়া ফাউন্ডেশন, জন প্রসার এবং মুম্বাই, কলকাতা, ত্রিবান্দ্রম ও চণ্ডীগড়ের প্রেস ক্লাব।

সংবাদ মাধ্যমকর্মীদের সংস্থাগুলির দাবি এই আইনের কারণে খবরের কাগজ, অডিও-ভিস্যুয়াল, অনলাইন তিন ধরনের সংস্থার দ্বারা সম্প্রচারিত সংবাদ যে কোনও সময়ে বাতিল করে দেওয়ার ক্ষমতা পেয়ে যাবে কেন্দ্রের নিয়ন্ত্রক সরকার। সেই সঙ্গে যে কোনও ক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা ইচ্ছামতো বন্ধ করারও ক্ষমতা দেওয়া হচ্ছে সরকারকে। সংবাদ সংস্থা কর্মীদের দাবি, “সরকারকে নিশ্চিত করতে হবে জনগণের জানার অধিকার যেন পদদলিত না হয়। বারবার ইন্টারনেট বন্ধ করার অভ্যাস নাগরিকদের তথ্যের অধিকার এবং সাংবাদিকদের সংবাদ প্রতিবেদন করার ক্ষমতা উভয়কেই বাধা দেয়।”

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version