Wednesday, May 14, 2025

আক্রান্তেও ‘আমরা-ওরা’ রাজ্যপালের! চিঠি মুখ্যমন্ত্রীকে

Date:

Share post:

তারপর পোশাকের উপর বিজেপির প্রতীক নিয়ে বিতর্ক উঠেছিল আগেই, শুক্রবার মিষ্টি হাতে বিজেপি কর্মীদের সঙ্গে গিয়ে দেখা করে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার ‘ভোট পরবর্তী হিংসায় আক্রান্তের’ নামে বিভিন্ন জেলা থেকে কলকাতায় নিয়ে আসা দুশোরও বেশি বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল। কেন তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারী এবং এই তথাকথিত আক্রান্তদের দেখা করতে দেওয়া হল না তা নিয়েও আনন্দ বোস মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন বলে সূত্রের খবর। অথচ বৃহস্পতিবার যখন রাজভবনের বাইরে শয়ে শয়ে লোক হাজির করে শুভেন্দু অধিকারী গাড়ির মধ্যে বসে ‘জল মাপছিলেন’ তখন কিন্তু রাজভবনের তরফ থেকে তাঁকে ভিতরে ঢুকতে দেওয়ার কোনও বার্তাই পুলিশের কাছে আসেনি। দলের তরফে রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ জানিয়েছেন, “তিনি পার্টির কলিগদের দেখতে গিয়েছিলেন। মুখোশ খুলে রাজনীতিতে নেমেছেন ৷”

বৃহস্পতিবার গোটা রাজ্য থেকে আনা ২০০-রও বেশি বিজেপি কর্মীকে নিয়ে রাজভবনে ঢোকার চেষ্টা করেছিলেন বিরোধী দলনেতা। কিন্তু পুলিশ সেই নাটক ভেস্তে দেয়। রাজভবন চত্বরে ১৪৪ ধারা জারি থাকার দরুন অনেকটা দূরেই ব্যারিকেড করে তাঁদের আটকে দেয় পুলিশ। কিন্তু শুক্রবার রাজ্যপাল বোস নিজেই বিজেপির তাঁবেদারি করতে দলবল নিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন। এদিন মিষ্টি হাতে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল। কিন্তু বিজেপি দুষ্কৃতীদের ভোট পরবর্তী তাণ্ডবে যেসব তৃণমূলকর্মীরা আহত কিংবা নিহত হয়েছেন, তাঁদের কথা রাজ্যপালের মনে পড়ল না!

সূত্রের খবর কেন বৃহস্পতিবার শুভেন্দু-সহ আক্রান্তদের ঢুকতে দেওয়া হল না তা জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যপাল। এদিকে, রাজ্যের সাফ বক্তব্য, শুভেন্দু অধিকারী এর আগেও একাধিকবার রাজভবনে গিয়েছেন। তার রাজভবনে যাওয়া নিয়ে রাজ্যের কোনও অসুবিধা কখনই ছিল না, এখনও নেই। কিন্তু যে শ’য়ে শ’য়ে বিজেপি কর্মীদের নিয়ে তিনি রাজভবনে ঢুকতে চাইছেন, সেটা সম্ভব নয়। রাজভবন রাজ্যের একটি শীর্ষ সাংবিধানিক ক্ষেত্র, সেখানে চাইলেই শতাধিক লোককে নিয়ে ঢোকা যায় না। রাজ্যপালের অনুমতি নিয়ে কতজন তাঁর সঙ্গে দেখা করবেন এবং গাড়ি নিয়ে গেলে কটি গাড়ি রাজভবনের ভিতরে যাবে তা জানাতে হবে পুলিশকে। কারণ, এই আবহে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশকেই তা সামাল দিতে হবে।

আরও পড়ুন- তিন মাসের জন্য বন্ধ থাকবে রাজ্যের সব জাতীয় উদ্যান-অভয়ারণ্য, বিজ্ঞপ্তি জারি বনদফতরের

 

spot_img

Related articles

ধান সংগ্রহে স্বচ্ছতা আনতে তিনস্তরের মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ রাজ্যের

কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং কার্যকর করতে তৎপর রাজ্য সরকার। এই...

ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া অপমানজনক: মত সৌগত রায়ের

আপাত সংঘর্ষ বিরতি ভারত-পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাঁর মধ্যস্থতায় এই বিরতি হয়েছে। এই...

তুর্কি বয়কটের ডাক RSS-এর, চিন-তুরস্কে দ্বিচারিতা ভারতের

ভারতীয় সেনার তরফে প্রেস বিবৃতিতে বড় করে তুলে ধরা হচ্ছে পাকিস্তানের শক্তির পিছনে চিন ও তুরস্কের ভূমিকা। একের...

সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে মিথ্যে বলছেন বান্ধবী! কী বলছেন পারিবারিক বন্ধু ঝুমা

নেট মাধ্যমে বিস্ফোরক অভিযোগ। দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dashgupta) ওরফে...