বসিরহাট, কলকাতা, মালদহের পর এবার শুটআউট বেলঘরিয়ায় (Belgharia)। কলকাতা (Kolkata) থেকে ফেরার পথে বেলঘড়িয়া রথতলা মোড়ে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বিলাসবহুল গাড়িতেই ছিলেন অজয় মণ্ডল (Ajay Mandol) নামে ওই ব্যবসায়ী। অভিযোগ, ৮ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকে চড়ে আসে দুষ্কৃতীরা। গুলি চালিয়েই এলাকা ছেড়ে চম্পট দেয়। ঘটনাস্থলে যায় বেলঘরিয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গুলির ক্ষত রয়েছে গাড়িতে। তবে গতি বাড়িয়ে কোনও ক্রমে বড় ক্ষতি এড়ান চালক। তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ২ দুষ্কৃতীকে চিহ্নিত করা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে, কী কারণে হামলা তা এখনও স্পষ্ট নয়। আক্রান্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।
শুক্রবার সন্ধেয় বসিরহাটে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। তারপরে শুক্রবার রাতে খাস কলকাতার (Kolkata) পার্ক স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিট সংলগ্ন বচসার জেরে গুলিবিদ্ধ হন একজন। এসএসকএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে মালদহের সাহাপুর রশিলাদহ এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এরপরে বেলঘরিয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।