একদিন আগেই মুম্বাইয়ে অনলাইনে ডেলিভারি হওয়া আইসক্রিমে কাটা আঙুল পেয়েছিলেন এক ডাক্তার। এবার কলেজের মেসে দেওয়া রাতের খাবারে রীতিমত সাপ পেলেন আবাসিকরা। বিহারের বাঁকা এলাকায় খাবার খেয়ে অসুস্থ ১১ আবাসিক ছাত্র। এই ঘটনার পরই কলেজের প্রধান শিক্ষক ও শিক্ষকদের ছাত্রদের জন্য প্রস্তুত খাবার খেতেই হবে, নির্দেশ দেন স্থানীয় মহকুমা শাসক।

বাঁকা এলাকার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা রাতের খাবার খেয়ে অসুস্থ বোধ করলে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তাঁরা বিপদমুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ছাত্ররা জানিয়েছেন তাঁদের খাবারে একটি লেজ পাওয়া যায়, যার ছবিও তাঁরা তুলে রেখেছিল। সাপের লেজের মত লেজ যুক্ত ওই প্রাণি তাঁদের খাবারেই মিশে ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনার বিশদ তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমা প্রশাসন।

