Tuesday, November 4, 2025

কীভাবে ঘটল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভ.য়ঙ্কর দু.র্ঘটনা! উঠছে একাধিক প্রশ্ন

Date:

ফের ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে যাত্রীবাহী রেল। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। মালগাড়ির সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কমপক্ষে ১৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত ৬০ জনের বেশি। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কিন্তু কীভাবে ঘটল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়ঙ্কর দুর্ঘটনা? উঠছে প্রশ্ন, আসছে ভুরি ভুরি UPDATE. সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি, নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনার কবলে পড়তে হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে? আজ, সোমবার দুর্ঘটনার পর এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। মালগাড়ি চালক, গার্ড সহ নিকটবর্তী স্টেশনের আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, দুর্ঘটনার সময় একই লাইনে, একই অভিমুখে চলছিল মালগাড়ি ও এক্সপ্রেস ট্রেনটি।

এনএফ রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবেই রেল খতিয়ে দেখবে। কিন্তু তার আগে প্রথম ও প্রাথমিক কাজ দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের উদ্ধার করা। জরুরিকালীন পরিস্থিতি সামাল দেওয়া। অন্যদিকে পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতর, এনডিআরএফ, রেল পুলিশ, দমকল সহ স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে। অন্যদিকে, যাত্রীদের উদ্ধারে রেলের তরফে বিশেষ ট্রেন পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণ হিসেবে রেলের একটি সূত্র জানাচ্ছে, মালগাড়িটি সিগন্যাল ব্রেক করে। সিগন্যাল ব্রেক করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একই লাইনে চলে আসে মালগাড়িটি। তারপর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়িটি। মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের ২টি পারসেল কামরা ও একটি যাত্রীবাহী কামরা (গার্ড কোচ) লাইনচ্যুত হয়ে যায়।

আরও পড়ুন- সিগনাল মানেননি মালগাড়ির চালক! তদন্তের আগেই ‘মৃতের’ ঘাড়ে দায় চাপালো রেল

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version