Tuesday, November 4, 2025

বেপরোয়া গতির জের! বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে মৃত্যু যুবকের

Date:

মত্ত অবস্থায় বেপরোয়া গতির জের! ফের খাস কলকাতায় (Kolkata) পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, বন্ধুর জন্মদিনের পার্টিতে যাবে বলে রাতে বাড়ি থেকে বেরিয়েছিল ওই যুবক। পরিবারের সদস্যদের জানিয়েছিলে রাতে সেখানেই থাকবে। কিন্তু ভোরবেলা বাড়ি ফেরার পথে মৃত্যু হল বলে গিয়েছিলেন, রাতে থাকবেন বন্ধুর বাড়িতেই। রবিবার ভোরে মোটরবাইক নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল বৈষ্ণবঘাটা-পাটুলি টাউনশিপের বাসিন্দা আকাশ মহাকালের (১৯)। ই এম বাইপাসের (EM Bypass ) সার্ভে পার্ক থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে ওই যুবক মত্ত অবস্থায় ছিল এবং তাঁর মাথায় হেলমেট ছিল না।

পরিবারের একমাত্র সন্তান আকাশ মুকুন্দপুরের একটি স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্র। তাঁর বাবা পেশায় গাড়িচালক। পরিবার সূত্রের খবর, মাস ছয়েক আগে বাইক কিনেছিল আকাশ। শনিবার রাত আটটা নাগাদ তপসিয়ায় এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য সে বাড়ি থেকে বেরোয়। এরপর রাত ১১টা নাগাদ মায়ের সঙ্গে শেষ বার ফোনে কথা হয় আকাশের। শনিবারের রাত কাটতে না কাটতেই রবিবার ভোরে সার্ভে পার্ক থানার পুলিশ ফোন করে ওই তরুণের পরিবারকে মৃত্যু সংবাদ জানায়। এদিকে তদন্তে নেমে পুলিশ জেনেছে, রুবির দিক থেকে বেপরোয়া গতিতে বাইক নিয়ে আসার সময়ে লোহার গার্ডরেলে ধাক্কা মারে আকাশের বাইক। সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে সে। বাইকটির সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে যায়। এরপরই বিষয়টি নজরে আসতেই টহলরত পুলিশকর্মীরা দ্রুত ওই তরুণকে কাছেরই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।

হাসপাতাল সূত্রের খবর, আকাশের মাথার পিছন দিকে আঘাত লেগেছিল। ইতিমধ্যে বাইকটি আটক করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, পার্টিতে মদ্যপানের আয়োজন ছিল। রাত সাড়ে তিনটে নাগাদ বাড়ি ফেরার জন্য বেরোন আকাশ। তার ঘণ্টা দেড়েক পরে, ভোর পাঁচটা নাগাদ ঘটে দুর্ঘটনা। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, ওই তরুণ মত্ত অবস্থায় ছিলেন। সেই সঙ্গে বাইকের গতিও ছিল অত্যন্ত বেশি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই পুরো ঘটনাটি স্পষ্ট হবে বলেই জানিয়েছে পুলিশ। আকাশের অকালমৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন আকাশের মা-সহ পরিবারের বাকি সদস্যেরা।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version