কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার জেরে বাতিল বহু ট্রেন, বদল রুটেরও

জানা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা-দুর্ঘটনার ফলে বাতিল হতে পারে শিলিগুড়ি-রাধিকাপুর এক্সপ্রেস ও রাধিকাপুর-শিলিগুড়ি এক্সপ্রেস।

ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে আগরতলা-শিয়ালদহ ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। আহত ৬০ জনের বেশি। উদ্ধারকাজের মধ্যেই দুর্ঘটনাকবলিত কামরাগুলি বাদ দিয়ে “অভিশপ্ত” কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলতে আরম্ভও করেছে। আজ রাত ৮টা থেকে ৮:৩০ মিনিটের মধ্যে শিয়ালদহে ট্রেনটি ঢোকার কথা।

এদিকে রেল সূত্রে খবর, এই দুর্ঘটনার জেরে আজ, সোমবার বেশ কিছু দূর পাল্লার ট্রেন বাতিল করা হল। বাতিল করা হয়েছে মালদা এনজেপি স্পেশাল, এনজেপি মালদা স্পেশাল-সহ ৫টি ট্রেন। জানা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা-দুর্ঘটনার ফলে বাতিল হতে পারে শিলিগুড়ি-রাধিকাপুর এক্সপ্রেস ও রাধিকাপুর-শিলিগুড়ি এক্সপ্রেস।

শুধু ট্রেন বাতিল নয়, দুর্ঘটনার জেরে এদিন বেশকিছু দূর পাল্লার ট্রেনের রুটও পরিবর্তন করা হচ্ছে। বাতিল না হলে রুট পরিবর্তন করা হবে রাধিকাপুর-শিলিগুড়ি এক্সপ্রেসের। রুটবদল ঘটবে বন্দে ভারত এক্সপ্রেস, গুয়াহাটি কামাখ্যা-সহ ১১ টি ট্রেনের‌। রুট বদল ১২৩৪৬ গুয়াহাটি-সরাইঘাট এক্সপ্রেসের, ১২৫১০ গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেসের, ২২৩০২ এনজেপি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের, ১৫৯৬২ কামরূপ এক্সপ্রেসের এবং ১৩১৪৮ উত্তরবঙ্গ এক্সপ্রেসের। শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি হয়ে আসবে এই ট্রেনগুলি।

একনজরে ট্রেন বাতিল ও রুট বদলের তালিকা:

কোন কোন ট্রেন বাতিল–

(১) ০৫৭৯৭ নিউ জলপাইগুড়ি-মালদা টাউন প্যাসেঞ্জার স্পেশাল

(২) ০৫৭৯৬ মালদা টাউন-নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার স্পেশাল

(৩) ০৫৭৯৮ মালদা টাউন-নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার স্পেশাল

(৪) ১৫৭০৯ মালদা টাউন-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস

(৫) ১৫৭১০ নিউ জলপাইগুড়ি-মালদা টাউন এক্সপ্রেস

রুট বদলে দেওয়া হবে যে-যে ট্রেনের —

(১) ১২৩৪৬ গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস

(২) ১২৫১০ গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস

(৩) ২২৩০২ নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস

(৪) ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস

(৫) ১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস

(৬) ১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়া কামরুপ এক্সপ্রেস

(৭) ১৩১৪৮ বামনহাট-শিয়ালদাহ উত্তরবঙ্গ এক্সপ্রেস

(৮) ১৫৯৩০ নিউ তিনসুকিয়া-তামবারাম এক্সপ্রেস

নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি-বাগডোগরা, আলুবাড়ি রোড– এই রুটে ঘুরিয়ে দেওয়া হবে এই ৪টি ট্রেন:

(১) ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা-তোর্সা এক্সপ্রেস

(২) ১২৩৪৪ হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল

(৩) ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস

(৪) ১৫৬৫৮ কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেল

 

 

Previous articleবিশ্বকাপে সুপার আটের ম্যাচে বৃষ্টির পূর্বাভাস, চিন্তায় আইসিসি, ভারতের ম্যাচে কি রয়েছে বৃষ্টির সম্ভবনা?
Next articleমহিলা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে রশ্মি মেদিনীপুর উইজার্ডস জয়ী, কাশিশের ৬৯ রান