Wednesday, November 5, 2025

আজ ইউরো কাপের ম্যাচে নামছে ফ্রান্স। প্রতিপক্ষ অস্ট্রিয়া। দু’বছর আগে আর্জেন্তিনার কাছে বিশ্বকাপ ফাইনাল হারের যন্ত্রণার ক্ষতে প্রলেপ পড়তে পারে ইউরো কাপ জিতে প্যারিস ফিরতে পারলে। এটা নিশ্চয় ইউরো মিশনে নেমে ছেলেদের মনে জপমন্ত্রের মতো গেঁথে দেওয়ার চেষ্টা করছেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। ইউরোয় দীর্ঘ ২৪ বছরের ট্রফির খরা কাটানোর লক্ষ্যে সোমবার রাতে অস্ট্রিয়ার বিরুদ্ধে জিতে নতুন মিশন শুরু করতে মরিয়া দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

জার্মানিতে পা দেওয়ার পর থেকেই বিপাকে পড়েছিল দু’বারের ইউরো জয়ীরা। ভাইরাসে আক্রান্ত হয়ে অনুশীলনেই নামতে পারেননি কিলিয়ান এমবাপে, ওসমানে ডেম্বেলে, কিংসলে কোমান-সহ এক ঝাঁক ফুটবলার। তবে স্বস্তির খবর, অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে টিমের প্রায় সকলেই শারীরিকভাবে সুস্থ। এমবাপে, কোমানরা চুটিয়ে অনুশীলন করেছেন। ডেম্বেলেও খেলার জায়গায় রয়েছেন।

‘ডি’ গ্রুপে ফ্রান্স, অস্ট্রিয়া ছাড়াও রয়েছে নেদারল্যান্ডস ও পোল্যান্ড। মারণ-গ্রুপ না হলেও নক আউট পর্বে ওঠার লড়াই সহজ হবে না এমবাপেদের। প্রথম ম্যাচের আগে অধিনায়ক ও কোচ হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দেশঁ জানিয়েছেন, অস্ট্রিয়াকে নিয়ে তাঁরা সতর্ক। এমবাপে, অলিভিয়ের জিরুদের কোচ বলছেন, ‘‘অস্ট্রিয়াকে কখনও দল হিসেবে গুরুত্ব দেওয়া হয়নি। ওরা খুবই লড়াকু প্রতিদ্বন্দ্বী। গত কয়েক বছরে ওরা অনেক উন্নতি করেছে। নেশনস লিগে অস্ট্রিয়ার বিরুদ্ধে আমরা খেলেছি। দেখেছি, ওরা কতটা ভাল দল। আমরা নিজেদের শক্তি জানি। আমরা ফ্রান্স। মাঠে নামার আগেই জিতে যাব, এই মানসিকতা নিয়ে তো ফুটবল হয় না।’’ অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক বলেছেন, ‘‘আমাদের দল হিসেবে খেলতে হবে। ওদের গোলের বেশি সুযোগ দেওয়া চলবে না। এমবাপে বিশ্বের সেরা ফরোয়ার্ড। কিন্তু ১১ জন খেলোয়াড়ের মধ্যে ও মাত্র একজনই।’’

আরও পড়ুন- সার্বিয়াকে ১-০ গোলে হারিয়ে জয় দিয়ে ইউরোর অভিযান শুরু ইংল্যান্ডের

Related articles

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...
Exit mobile version