Saturday, August 23, 2025

আজ ইউরো কাপের ম্যাচে নামছে ফ্রান্স। প্রতিপক্ষ অস্ট্রিয়া। দু’বছর আগে আর্জেন্তিনার কাছে বিশ্বকাপ ফাইনাল হারের যন্ত্রণার ক্ষতে প্রলেপ পড়তে পারে ইউরো কাপ জিতে প্যারিস ফিরতে পারলে। এটা নিশ্চয় ইউরো মিশনে নেমে ছেলেদের মনে জপমন্ত্রের মতো গেঁথে দেওয়ার চেষ্টা করছেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। ইউরোয় দীর্ঘ ২৪ বছরের ট্রফির খরা কাটানোর লক্ষ্যে সোমবার রাতে অস্ট্রিয়ার বিরুদ্ধে জিতে নতুন মিশন শুরু করতে মরিয়া দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

জার্মানিতে পা দেওয়ার পর থেকেই বিপাকে পড়েছিল দু’বারের ইউরো জয়ীরা। ভাইরাসে আক্রান্ত হয়ে অনুশীলনেই নামতে পারেননি কিলিয়ান এমবাপে, ওসমানে ডেম্বেলে, কিংসলে কোমান-সহ এক ঝাঁক ফুটবলার। তবে স্বস্তির খবর, অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে টিমের প্রায় সকলেই শারীরিকভাবে সুস্থ। এমবাপে, কোমানরা চুটিয়ে অনুশীলন করেছেন। ডেম্বেলেও খেলার জায়গায় রয়েছেন।

‘ডি’ গ্রুপে ফ্রান্স, অস্ট্রিয়া ছাড়াও রয়েছে নেদারল্যান্ডস ও পোল্যান্ড। মারণ-গ্রুপ না হলেও নক আউট পর্বে ওঠার লড়াই সহজ হবে না এমবাপেদের। প্রথম ম্যাচের আগে অধিনায়ক ও কোচ হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দেশঁ জানিয়েছেন, অস্ট্রিয়াকে নিয়ে তাঁরা সতর্ক। এমবাপে, অলিভিয়ের জিরুদের কোচ বলছেন, ‘‘অস্ট্রিয়াকে কখনও দল হিসেবে গুরুত্ব দেওয়া হয়নি। ওরা খুবই লড়াকু প্রতিদ্বন্দ্বী। গত কয়েক বছরে ওরা অনেক উন্নতি করেছে। নেশনস লিগে অস্ট্রিয়ার বিরুদ্ধে আমরা খেলেছি। দেখেছি, ওরা কতটা ভাল দল। আমরা নিজেদের শক্তি জানি। আমরা ফ্রান্স। মাঠে নামার আগেই জিতে যাব, এই মানসিকতা নিয়ে তো ফুটবল হয় না।’’ অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক বলেছেন, ‘‘আমাদের দল হিসেবে খেলতে হবে। ওদের গোলের বেশি সুযোগ দেওয়া চলবে না। এমবাপে বিশ্বের সেরা ফরোয়ার্ড। কিন্তু ১১ জন খেলোয়াড়ের মধ্যে ও মাত্র একজনই।’’

আরও পড়ুন- সার্বিয়াকে ১-০ গোলে হারিয়ে জয় দিয়ে ইউরোর অভিযান শুরু ইংল্যান্ডের

Related articles

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...
Exit mobile version