Tuesday, November 4, 2025

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা হতেই বঙ্গ বিজেপিতে ব্যাপক বিদ্রোহ! চার কেন্দ্রেই হার নিশ্চিত

Date:

রাজ্যে চার কেন্দ্রে আসন্ন বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আর তারপর থেকে শুরু হয়েছে ঘরোয়া কোন্দল। উপনির্বাচনের প্রার্থী নিয়ে বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে ব্যাপক গৃহযুদ্ধ। বিদ্রোহের মুখে দলীয় নেতৃত্ব। অভ্যন্তরীণ কোন্দল যে জায়গায় গিয়ে পৌঁছেছে, তাতে চার কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপির ভরাডুবি কার্যত সময়ের অপেক্ষা।

আগামী ১০ জুলাই উপনির্বাচন হবে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ বিধানসভা আসনে। দেরিতে হলেও চার কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। মানিকতলায় ফের বিজেপির প্রার্থী হচ্ছেন কল্যাণ চৌবে। একুশের বিধানসভা ভোটে এই কল্যাণ হেরেছিলেন সাধন পাণ্ডের কাছে। ফের কেন তাঁকে প্রার্থী করা হল, তা নিয়ে উত্তর কলকাতায় দলের অন্দরে কানাঘুষো শুরু হয়েছে। মানিকতলা উপনির্বাচনে অভিনয় জগতের এক বিজেপি নেতার প্রার্থী হওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত কল্যাণ চৌবের উপরই ভরসা রাখছে দল।

এদিকে প্রার্থী ঘোষণা হতেই বাগদার বিজেপি কর্মীরা প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন। এমনকী বাগদায় গোঁজ প্রার্থী দেওয়ার ভাবনা স্থানীয় বিজেপি নেতৃত্বের। বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে বিনয়কুমার বিশ্বাসকে। ক্ষুব্ধ স্থানীয় বিজেপি নেতাকর্মীদের দাবি, প্রার্থী পরিবর্তন না হলে বড়সড় সিদ্ধান্ত নেবেন তাঁরা। প্রার্থী পরিবর্তন না হলে বাগদায় উপ নির্বাচনে বিজেপির ভরাডুবি নিশ্চিত। বিজেপির বাগদা-২ মণ্ডলের সভাপতি সমীরকুমার বিশ্বাস বলেন, বহিরাগত প্রার্থী করে বাগদাবাসীর ভাবাবেগে আঘাত করেছে দল। বাগদা উপনির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত। কোনও কিছুর বিনিময়ে বিনয়কুমার বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে বলেই দাবি তাঁদের।

প্রার্থী নিয়ে সংঘাত শুরু রায়গঞ্জেও। বিজেপির অন্দরেই প্রশ্ন, দলবদলুকে কেন প্রার্থী করা হল? রায়গঞ্জ উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে মানসকুমার ঘোষকে। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, দলে অনেক পুরনো নেতা-কর্মী আছেন, যাঁরা দীর্ঘদিন ধরে বিজেপি করছেন। তাঁদের মধ্যে থেকেই কাউকে উপনির্বাচনে প্রার্থী করা উচিত ছিল। কিন্তু সেটা না করে গত বছর পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল থেকে আসা এক দলবদলুকে কোন যুক্তিতে উপ নির্বাচনের প্রার্থী করা হল? এর ফল ভুগতে হবে দলকে।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version