Thursday, August 21, 2025

ছুঁচ হয়ে ঢুকে খাল হয়ে বেরিয়েছে। আর নবীন পট্টনায়েক খাল কেটে কুমির এনেছেন। এখন হাড়ে হাড়ে সেকথা বুঝতে পারছেন বিজু জনতা দলের সুপ্রিমো তথা সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন। ওড়িশায় এই প্রথম সরকার গড়েছে বিজেপি। নতুন সরকার শপথ নিয়েছে। কিন্তু শুরুতেই হোঁচট। ওড়িশার নতুন বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ মদ্যপান করে বন্ধুদের হুল্লোড়ে ব্যস্ত! সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ভিডিও। ভাইরাল ভিডিও পোস্ট করে এবার আসরে কংগ্রেস। বিতর্ক তুঙ্গে।

গত ১২ জুন ওড়িশার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোহনচরণ মাঝি। রবিবার মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বন্টনও করে দিয়েছেন তিনি।ওড়িশার উচ্চশিক্ষা, ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রী হয়েছেন সূর্যবংশী সুরজ। সঙ্গে ওড়িয়া ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি দফতরের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে।

সেই সূর্যবংশীরই একটি ভিডিও নিজের অফিশিয়াল হ্যান্ডেলে পোস্ট করেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের চেয়ারপার্সন তিনি। লেখেন, ”এই হলেন সূর্যবংশী সুরজ। ইনি ওড়িশার একজন মন্ত্রী। তাঁর দফতরগুলি হল, উচ্চশিক্ষা, ক্রীড়া এবং যুবকল্যাণ ছাড়াও ওড়িয়া ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি”। নেটপাড়াতেও তুমুল শোরগোল। সূর্যবংশীর ইস্তফার দাবি উঠতে শুরু করেছে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version