তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম! সৌমিত্র‌র ফুল বদল নিয়ে ফের তুঙ্গে জল্পনা

একটু হলেই পা ফস্কে যাচ্ছিল। এবার লোকসভা ভোটে কার্যত হারতে হারতে বেঁচে গিয়েছেন। খুব অল্প ব্যবধানে বিষ্ণুপুর কেন্দ্র থেকে জয় হাসিল করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কঠিন লড়াইয়ে প্রাক্তন স্ত্রীকে হারানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তখন থেকেই সৌমিত্রর ফুল বদল নিয়ে জল্পনার শুরু। এবার প্রকাশ্য রাস্তায় এক প্রভাবশালী তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে। সৌমিত্র খাঁর একের পর এক এই আচরণ কী নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে? যদিও সৌমিত্র নিজে বিষয়টিক নিছক সৌজন্যতা বলে দাবি করেছেন। তবে দলবদলের জল্পনা উস্কে দিয়েছে রাজনৈতিক মহল।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ নির্বাচিত হন তিনি। নির্বাচনে জয়লাভের পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গালভরা প্রশংসা শোনা গিয়েছিল সৌমিত্র খাঁর গলায়। আবার নিজের দল বিজেপির নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলতে দেখা গিয়েছিল তাঁকে। একের পর এক সৌমিত্র খাঁর বিস্ফোরক সেই মন্তব্যে রাজনৈতিক মহলে সৌমিত্র খাঁর ফের শিবির বদলের জল্পনা শুরু হয়। সেই জল্পনাকেই সোমবার অক্সিজেন জোগায় তৃণমূল নেতাকে প্রকাশ্যে সৌমিত্র খাঁর প্রণামের ঘটনা।

জানা গিয়েছে, রতনপুরে রাস্তায় তৃণমূলের প্রাক্তন রাজ্য নেতা বর্তমানে এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসাবে পরিচিত ভবতারণ চক্রবর্তীকে দেখতেই প্রকাশ্যে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন সৌমিত্র। করেন কুশল বিনিময়ও। আর এতেই সৌমিত্রর দল বদল নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।

আরও পড়ুন- বর্জ্য কর আদায় নিয়ে পুরসভার সিদ্ধান্তকেই বহাল রাখল হাই কোর্ট

Previous articleবর্জ্য কর আদায় নিয়ে পুরসভার সিদ্ধান্তকেই বহাল রাখল হাই কোর্ট
Next articleইউজিসির নতুন নিয়ম, স্নাতকে না-পড়া বিষয়েও স্নাতকোত্তর পড়ার সুযোগ!