Tuesday, November 25, 2025

‘বিশ্বকাপে এখনও ঋষভের সেরাটা আসেনি’, বললেন ইশান্ত

Date:

Share post:

চলছে টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্টে সুপার আটে ভারতীয় দল। এই প্রতিযোগিতায় নজর কেড়েছেন ঋষভ পন্থ। ব্যাটিং থেকে ফিল্ডিং, নজর কেড়েছেন ঋষভ। তবে ঋষভ-এর নাকি এখনও সেরাটা আসেনি। বিশ্বাস করেন ইশান্ত শর্মা। টি-২০ বিশ্বকাপে ঋষভ অসাধারণ খেলছেন। ২০২২-এর ডিসেম্বরে ভয়ঙ্কর দুর্ঘটনার পর নীল জার্সিতে দিল্লির তরুণের এই প্রত্যাবর্তন অনেককে মুগ্ধ করেছে। কিন্তু তাঁর নেতৃত্বে দিল্লি ডেয়ারডেভিলসে খেলা স্পিডস্টার ইশান্ত মনে করেন, ঋষভের সেরাটা এখনও আসেনি।

এক অনুষ্ঠানে এই নিয়ে ইশান্ত বলেন, যাকে আমি সবসময় মাঠে দেখতে চাই, সে হল ঋষভ। যে পিচে বোলাররা সুবিধা পাচ্ছে, সেখানেও ঋষভ ধারাবাহিকভাবে রান করে যাচ্ছে। আইপিএলে ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়ে এটা বুঝতে পেরেছি, ঋষভ হল বিশ্বমানের প্লেয়ার। আমি নিশ্চিত ওর হাত থেকে সেরা খেলাটা এখনও বেরিয়ে আসেনি।”

বিশ্বকাপে ঋষভকে তিনে খেলাচ্ছে ভারত। ডান-বাম কম্বিনেশনের জন্যই এই ভাবনা। ইশান্ত বলেছেন, গতবারের থেকে এবার ভারতীয় দলকে এত শক্তিশালী দেখাচ্ছে এই জন্য যে, এবার সবদিক থেকে কভার করার মতো প্লেয়ার রয়েছে। তারা পারফর্মও করছে। প্রথম ম্যাচে রোহিত হাফ সেঞ্চুরি করার পর দ্বিতীয় ম্যাচে সূর্য রান পেয়ে গেল। অর্শদীপও উইকেট পেল। আর ঋষভ নিয়মিত ৩০-৪০ রান করে যাচ্ছে। একেক ম্যাচে একেকজন পারফর্ম করায় ভারতীয় দলকে শক্তিশালী ও ব্যালান্সড দেখাচ্ছে। এই ব্যাপারটাই ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবারের বিশ্বকাপে।

গ্রুপ লিগে চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে ভারত। একটি ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। এবার ওয়েস্ট ইন্ডিজে সুপার এইটের খেলা। বৃহস্পতিবার সুপার এইটের প্রথম ম্যাচে বার্বাডোজে ভারত খেলবে আফগানিস্তানের সঙ্গে। এরপর তাদের খেলা রয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সঙ্গে। তবে ফ্লোরিডারক মতো এখানেও বৃষ্টির ভ্রূকুটি রয়েছে।

আরও পড়ুন- জল্পনার অবসান, শক্তি বাড়াল ইস্টবেঙ্গল, লাল-হলুদে ডেভিড


spot_img

Related articles

ঘূর্ণিঝড়ের সম্ভাবনা মাঝেই রাজ্যে কমল উষ্ণতার পারদ 

দক্ষিণ আন্দামান সাগরে তৈরি গভীর নিম্নচাপের ঘূর্ণিঝড়ে (SENYAAR Cyclone) পরিণত হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল। তার...

এসআইআরের প্রতিবাদে আজ ঠাকুরনগরে পদযাত্রা-সভা মুখ্যমন্ত্রীর 

অপরিকল্পিতভাবে চালু করা নির্বাচন কমিশনের (ECI) স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) আতঙ্কে রাজ্যে বাড়ছে মৃত্যু, প্রতিবাদে সরব হচ্ছেন সাধারণ...

ইথিওপিয়ায় জেগে উঠল দশ হাজার বছরের ঘুমন্ত আগ্নেয়গিরি! ব্যাহত আরবগামী একাধিক উড়ান

বিরল ঐতিহাসিক ঘটনার সাক্ষী ইথিওপিয়া। প্রায় দশ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা ‘হেলি গুব্বি’ আগ্নেয়গিরি জেগে উঠল হঠাৎ(Ethiopia...

নিয়ম ভেঙে পরীক্ষা নিলে শো-কজ! সাসপেনশনও হতে পারে প্রধান শিক্ষকদের, কড়া নির্দেশ পর্ষদের 

এসআইআর সংক্রান্ত কাজের জন্য বহু স্কুলে শিক্ষক পাঠানো হচ্ছে। ফলে ক্লাসরুমের পড়াশোনা ব্যাহত হচ্ছে, সময়মতো সিলেবাস শেষ করাও...