চলছে টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্টে সুপার আটে ভারতীয় দল। এই প্রতিযোগিতায় নজর কেড়েছেন ঋষভ পন্থ। ব্যাটিং থেকে ফিল্ডিং, নজর কেড়েছেন ঋষভ। তবে ঋষভ-এর নাকি এখনও সেরাটা আসেনি। বিশ্বাস করেন ইশান্ত শর্মা। টি-২০ বিশ্বকাপে ঋষভ অসাধারণ খেলছেন। ২০২২-এর ডিসেম্বরে ভয়ঙ্কর দুর্ঘটনার পর নীল জার্সিতে দিল্লির তরুণের এই প্রত্যাবর্তন অনেককে মুগ্ধ করেছে। কিন্তু তাঁর নেতৃত্বে দিল্লি ডেয়ারডেভিলসে খেলা স্পিডস্টার ইশান্ত মনে করেন, ঋষভের সেরাটা এখনও আসেনি।

এক অনুষ্ঠানে এই নিয়ে ইশান্ত বলেন, যাকে আমি সবসময় মাঠে দেখতে চাই, সে হল ঋষভ। যে পিচে বোলাররা সুবিধা পাচ্ছে, সেখানেও ঋষভ ধারাবাহিকভাবে রান করে যাচ্ছে। আইপিএলে ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়ে এটা বুঝতে পেরেছি, ঋষভ হল বিশ্বমানের প্লেয়ার। আমি নিশ্চিত ওর হাত থেকে সেরা খেলাটা এখনও বেরিয়ে আসেনি।”

বিশ্বকাপে ঋষভকে তিনে খেলাচ্ছে ভারত। ডান-বাম কম্বিনেশনের জন্যই এই ভাবনা। ইশান্ত বলেছেন, গতবারের থেকে এবার ভারতীয় দলকে এত শক্তিশালী দেখাচ্ছে এই জন্য যে, এবার সবদিক থেকে কভার করার মতো প্লেয়ার রয়েছে। তারা পারফর্মও করছে। প্রথম ম্যাচে রোহিত হাফ সেঞ্চুরি করার পর দ্বিতীয় ম্যাচে সূর্য রান পেয়ে গেল। অর্শদীপও উইকেট পেল। আর ঋষভ নিয়মিত ৩০-৪০ রান করে যাচ্ছে। একেক ম্যাচে একেকজন পারফর্ম করায় ভারতীয় দলকে শক্তিশালী ও ব্যালান্সড দেখাচ্ছে। এই ব্যাপারটাই ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবারের বিশ্বকাপে।

গ্রুপ লিগে চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে ভারত। একটি ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। এবার ওয়েস্ট ইন্ডিজে সুপার এইটের খেলা। বৃহস্পতিবার সুপার এইটের প্রথম ম্যাচে বার্বাডোজে ভারত খেলবে আফগানিস্তানের সঙ্গে। এরপর তাদের খেলা রয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সঙ্গে। তবে ফ্লোরিডারক মতো এখানেও বৃষ্টির ভ্রূকুটি রয়েছে।

আরও পড়ুন- জল্পনার অবসান, শক্তি বাড়াল ইস্টবেঙ্গল, লাল-হলুদে ডেভিড
