মিলল না জামিন, বিচার বিভাগীয় হেফাজত বাড়ল কেজরির

৩ জুলাই পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজতের বাড়াল দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত। বুধবার ভার্চুয়াল মাধ্যমে জামিনের আবেদন খারিজ করে কেজরিওয়ালের তিহার জেলে থাকার মেয়াদ বাড়িয়ে দেন বিচারক ন্যায় বিন্দু।

বুধবার বিশেষ অবসরকালীন বেঞ্চে কেজরিওয়ালের জামিন মামলা ও গ্রেফতারির বিরুদ্ধে মামলা দুটির শুনানি হয়। গ্রেফতারির বিরুদ্ধে হওয়া মামলায় একদিকে কেজরির পক্ষের আইনজীবী গ্রেফতারির সময়ে সাক্ষ্য প্রমাণের দিকে নজর দাবি করেন বিচারকের। অন্যদিকরে ইডির পক্ষের আইনজীবী দাবি করেন তাঁদের কাছে পূর্ণাঙ্গ প্রমাণ রয়েছে গোটা আপ কোম্পানি কীভাবে আর্থিক দুর্নীতিতে জড়িত, সেই বিষয়ে। সেই সঙ্গে তাঁদের দাবি, কেজরিওয়াল সেই দুর্নীতির মাথা।

অন্যদিকে জামিন মামলায় কেজরির আইনজীবী ও ইডি, দুপক্ষই তাঁদের নথি পেশ করে বুধবার আদালতের সামনে। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।