ভিডিও গেম অর্ডার করে পেলেন গোখরো! অনলাইন ডেলিভারি সংস্থার সাফাই

সেটা খুলতেই চক্ষু চড়কগাছ। প্যাকিং বাক্সের মধ্যে জড়িয়ে একটি গোখরো সাপ। ভয়ে গোটা বাক্সটি ডাস্টবিনে ফেলে দেন দম্পতি

অনলাইন অর্ডারে থানইঁট বা কাগজের কুঁচি পাওয়ার খবর তো এখন অতীত। অনলাইন খাবারে কাটা আঙুল পেতেও বাকি থাকেনি এই দেশে। এবার অনলাইনে অর্ডার করা পার্সেলে গোখরো সাপ পেলেন বেঙ্গালুরুর এক দম্পতি। বিদেশি নামী অনলাইন ডেলিভারি সংস্থার এই পরিষেবায় আতঙ্কে প্রাণ যাওয়ার জোগাড় দম্পতির। যদিও অভিযোগ পেয়ে ডেলিভারি সংস্থা ক্ষমা চেয়ে দায় ঝেড়েছে।

অনলাইনে একটি এক্সবক্স কনট্রোলার অর্ডার করেছিলেন বেঙ্গালুরুর সরজাপুর এলাকার এক দম্পতি। প্যাকিং বাক্সটি এসে পৌঁছানোর পর সেটা খুলতেই চক্ষু চড়কগাছ। প্যাকিং বাক্সের মধ্যে জড়িয়ে একটি গোখরো সাপ। ভয়ে গোটা বাক্সটি ডাস্টবিনে ফেলে দেন দম্পতি। সৌভাগ্যবশত সাপটি প্যাকিং টেপের সঙ্গে জড়িয়ে যাওয়ায় বেরিয়ে এসে কোনও ক্ষতি করতে পারেনি।

পরে সাপটিকে বের করে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়ার সময় অনুমান সেটি স্পেকটেকল কোবরা গোত্রের ছিল। অত্যন্ত বিষধর এই সাপ কর্ণাটক এলাকায় খুব সহজেই দেখতে পাওয়া যায়। এরপরই অনলাইন ডেলিভারি সংস্থায় অভিযোগ জানান তাঁরা। উত্তরে সংস্থা জানায় অসুবিধার জন্য তাঁরা অত্যন্ত দুঃখিত। বিষয়টি কীভাবে হল তাঁরা নজরদারি চালাবেন।