অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)। কসবা (Kasba) এলাকার একটি মাইলফলক। কিন্তু সম্প্রতি বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে আপাতত বন্ধ মল। আর তাতেই মন খারাপ এলাকার। সবাই চাইছে সবদিক খতিয়ে দেখে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করে দ্রুত চালু হোক অ্যাক্রোপলিস- চাইছেন মল-কালচারপ্রেমীরা।
তবে, এই সময় মল বন্ধ থাকার ফলে মন খারাপ স্থানীয়দের। বেশ কিছু অফিসও রয়েছে মলে। সেগুলিও সাময়িক বন্ধ। ফলে আনাগোনা কমেছে এলাকায়। এখন সবাই চাইছে দ্রুত মেরামতি হয়ে চালু হোক অ্যাক্রোপলিস। এই বিষয়ে সবপক্ষের সহযোগিতার আবেদন মল কর্তৃপক্ষের।