Thursday, August 28, 2025

মেট্রোর সময়সীমা বাড়লেও শেষ ট্রেনে যাত্রী সংখ্যা ছিল কম। একই সঙ্গে সময় মতো ট্রেন চলাচল করতে না বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে শেষ মেট্রোর (Metro) সময় পরিবর্তন করল কর্তৃপক্ষ। রাত ১১টার পরিবর্তে দুই প্রান্তিক স্টেশন থেকে রাতের শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। সোমবার থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো পরীক্ষামূলকভাবে বিশেষ রাত্রিকালীন ব্লু লাইনে মেট্রো (Metro) পরিষেবা চালাচ্ছে। সোম থেকে শুক্র রাত ১১ টায় কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে শেষ মেট্রোটি ছাড়ছিল। তবে চালু হওয়ার পরে বেশিরভাগ দিনই ফাঁকা থাকে বিশেষ মেট্রো। স্টেশনে ঢোকার অধিকাংশ গেটও থাকে বন্ধ।  ফলে অনেকেই স্টেশনে ঢুকতে না পেরে ফিরে যান। ২০ দিন পরিষেবা দেওয়ার পরে দেখা যাচ্ছে আপ-ডাউন মিলিয়ে দুটি মেট্রোয় দিনে গড়ে ৬০০ যাত্রী হচ্ছে। টিকিট থেকে মেট্রোর আয় হচ্ছে ৬০০০ টাকা। একেকটি ট্রিপ ট্রেন চালাতে মেট্রোর খরচ পড়ে ১ লক্ষ ৩৫ হাজার টাকা। দুটি ট্রেন মিলিয়ে ২ লক্ষ ৭০ হাজার। আনুষাঙ্গিক খরচ মিলিয়ে প্রায় ৩ লক্ষ ২০ হাজার টাকা খরচ হয়। আর আয় মাত্র ছ হাজার টাকা। ফলে পরিষেবা চালিয়ে যাওয়া নিয়ে কর্তৃপক্ষ প্রশ্ন তোলে। এবার সময়ে পরিবর্তন করে পরিস্থিতি দেখতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষ এবং দমদম থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে শেষ ট্রেন। তবে কোনও স্টেশনে টোকেন, স্মার্ট কার্ড ইত্যাদি বিক্রির জন্য কাউন্টার খোলা থাকবে না। UPI পেমেন্ট মোড ব্যবহার করে সমস্ত স্টেশনে বসানো ASCRM মেশিন থেকে টোকেন কিনতে হবে। স্মার্ট কার্ডও ব্যবহার করা যাবে।





Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version