Wednesday, November 12, 2025

খুলে গেল কলেজে ভর্তির পোর্টাল, আবেদন করা যাবে ২৪ জুন থেকে

Date:

Share post:

বুধবারই খুলে গেল কলেজে ভর্তির অভিন্ন অনলাইন পোর্টাল। এবার কয়েকটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান বাদ দিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে পছন্দের বিষয় অনুযায়ী আবেদন করতে পারবে পড়ুয়ারা। ২৪ জুন থেকে এই পোর্টালে আবেদন করতে পারবে পড়ুয়ারা। মঙ্গলবার থেকে পরের সোমবার পর্যন্ত পোর্টালটি সড়গড় হওয়ার জন্য ব্যবহার করতে পারবে। এই পোর্টালে আবেদনে কোনও খরচ হবে না আবেদনকারী পডুয়াদের। শিক্ষা দফতরের এই উদ্যোগে কলেজে ভর্তি সংক্রান্ত সব ধরনের জটিলতা যেমন কমবে শিক্ষার্থীদের তেমনই তাদের কোনওভাবে ভর্তিতে অতিরিক্ত টাকা দেওয়ার সমস্যাতেও পড়তে হবে না। দেশের প্রথম কোনও রাজ্যের সরকারের উদ্যোগে এভাবে এক ছাতার তলায় এলো কলেজে ভর্তি প্রক্রিয়া।

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অনলাইন পোর্টালটি উদ্বোধনের সময় জানান, “বিভিন্ন অসচ্ছতার অভিযোগ শোনা যাচ্ছিল। একাধিক জায়গায় ভর্তি হতে অভিভাবকদের বেশি টাকা খরচ হচ্ছিল। পরবর্তী সময়ে ভালো কলেজে সুযোগ থাকা সত্ত্বেও কেবলমাত্র সেই কলেজে ভর্তি তারা হতে পারেনি। আসন খালি ইত্যাদি অসুবিধার কথা বহুদিন ধরে শুনতে পাচ্ছিলাম। এবছর তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়,৪৬১ টি সরাসরি সরকারি কলেজ ও সরকার পোষিত কলেজে এবং ৭২১৭টি কোর্সে ৯ লক্ষ ৪৬ হাজার ৯২১টি আসন নিয়ে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে এই ভর্তির ব্যবস্থা হয়েছে।”

২৪ জুন থেকে প্রথম দফার ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চলবে ৭ জুলাই পর্যন্ত। রাজ্যের এই পোর্টালটি অত্যন্ত স্বচ্ছ বলে দাবি মন্ত্রীর। ভর্তির জন্য যে টাকা দেওয়া তা দুটি নির্দিষ্ট গেটওয়ের মাধ্যমে হবে। ফলে আর্থিক দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারবেন অভিভাবকরা। অন্যদিকে আবেদন করা সব কোর্সের মেরিট ব়্যাঙ্ক আবেদনকারী নিজের ড্যাশবোর্ডে দেখতে পাবেন। আসন সংখ্যা ও যোগ্যতার মান স্পষ্টভাবে উল্লেখ থাকায় আরও ভালো কোর্সে আবেদন করারও সুযোগ পাওয়া যাবে।

সেই সঙ্গে এই প্রক্রিয়া অত্যন্ত সহজ বলেও দাবি শিক্ষামন্ত্রীর। এই পোর্টালে কলেজে ভর্তির আবেদনের জন্য প্রথমে একটি রেজিস্ট্রেশন করতে হবে। তবে একটি আইডি ও পাসওয়ার্ড পাবেন আবেদনকারী। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে সর্বোচ্চ ২৫টি স্নাতকস্তরের কোর্সে আবেদন করতে পারবেন। পোর্টাল বন্ধ হওয়া পর্যন্ত সেই আবেদনে তিনি পরিবর্তন করতে পারবেন। এরপর একইদিনে সব কোর্সের মেধাতালিকা প্রকাশিত হবে। তবে একজন শিক্ষার্থী একটিমাত্র কোর্সেই ভর্তি হতে পারবেন। প্রয়োজনে মেধাতালিকা প্রকাশের পর তিনি আরও ভালো কোর্সের জন্যও আসন অনুযায়ী আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অতিরিক্ত টাকা প্রয়োজনে একইভাবে গেটওয়ে দিয়ে দেওয়া যাবে। অন্যদিকে কম টাকা প্রয়োজন হলে অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে ফেরৎ চলে যাবে।

প্রথম দফার ভর্তির মেধাতালিকা প্রকাশিত হবে ১২ জুলাই। ১৮ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হবে। তারপর আসন অনুযায়ী ফের দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়া শুরু হবে। যদিও এই শিক্ষাবর্ষের স্নাতকস্তরের ক্লাস ৭ আগস্ট থেকে শুরু হবে বলেও জানাচ্ছে শিক্ষা দফতর।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...