Sunday, August 24, 2025

লোকসভায় বিপর্যয়ের পরেও সিপিএম রাজ্য কমিটির বৈঠকে হার নিয়ে নেই পর্যালোচনা

Date:

লোকসভা ভোটের সিপিএমের প্রথম রাজ্য কমিটির বৈঠক বসেছিল আলিমুদ্দিনে। দু দিনের এই বৈঠকের আজ ছিল শেষদিন। পরাজয়কে কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছে সিপিএম। তাই সম্ভবত দু’দিনের এই রাজ্য কমিটির বৈঠকেও অদ্ভুতভাবে লোকসভা সিপিএমের বিপর্যয়ের পূর্ণাঙ্গ কোনও পর্যালোচনা হল না। জানা গিয়েছে, আগামী ২৩ থেকে ২৫ অগাস্ট কল্যাণীতে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন বসবে। সেখানেই দলীয় পর্যায়ে লোকসভা ভোটে ভরাডুবির পূর্ণাঙ্গ বিশ্লেষণ হবে।

আজ, বৃহস্পতিবার রাজ্য কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁরা জানান, জেলা কমিটিগুলি প্রাথমিক রিপোর্ট দিয়েছে। ভোটে হার নিয়ে আগামিদিনে আরও পর্যালোচনার দরকার আছে। ২৯ এবং ৩০ জুন দিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠকেও বাংলায় হারের প্রসঙ্গ উঠবে বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে। কেন্দ্রীয় কমিটির বৈঠকে আগামিদিনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

বুধবার রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনে অনেক সদস্যই প্রকাশ্যে খোদ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ভোটে দাঁড়ানো নিয়ে প্রশ্ন তোলেন। বেশি সরব ছিলেন বর্ধমানের প্রাক্তন জেলা সম্পাদক অমল হালদার। কোনও কোনও জেলা আবার কংগ্রেসের সঙ্গে জোট নিয়েও প্রশ্ন তোলে। কয়েকটি জেলার নেতাদের বক্তব্য, নীচের তলার বহু কর্মী, সমর্থক কংগ্রেসের সঙ্গে জোট ভালোভাবে মেনে নিতে পারেননি। এবং অতীত থেকেও শিক্ষা নেওয়া যায়নি। তারই প্রতিফলন ঘটেছে লোকসভার ফলাফলে।

আবার সেলিম শিবিরের যুক্তি, রাজ্য সম্পাদক ভোটে না দাঁড়ালে দলকে মাঠে নামানোই যেত না। রাজ্য সম্পাদক নিজে লড়াইয়ের ময়দানে ছিলেন বলে জেলায় জেলায় প্রচারে অন্তত কিছুটা সাড়া মিলেছে।

সূত্রের খবর, রাজ্য কমিটির এক নেতা বৈঠকে বলেন, জেলার নিচুতলা থেকে যে রিপোর্ট এসেছিল, তার সঙ্গে বাস্তবের সঙ্গে সম্পর্ক ছিল না। অনেক কমিটিই বাড়িয়ে বাড়িয়ে দলের প্রার্থীদের জয়ের সম্ভাবনার কথা জানিয়েছিল। কিন্তু সর্বত্র বুথভিত্তিক সংগঠন এখনও যে গড়ে তোলা যায়নি, লোকসভা ভোটের ফলই তার প্রমাণ।

আরও পড়ুন- শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতার তথ্য সরকারি পোর্টালে আপলোড করার নির্দেশ হাই কোর্টের

 

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version