জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের সুপার আটের লড়াই শুরু ভারতের, আফগানদের হারাল ৪৭ রানে

ম্যাচে এদিন আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ১৮১ রান করে ভারত।

জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের সুপার আটের লড়াই শুরু করল ভারতীয় দল। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে সহজে জয় ছিনিয়ে নেয় রোহিত শর্মার দল। এদিন রশিদ খানদের হারায় ৪৭ রানে। ভারতের হয়ে এদিন ব্যাট হাতে অর্ধশতরান সূর্যকুমার যাদবের। বল হাতে দাপট যশপ্রীত বুমরাহ এবং হর্শদীপ সিং-এর।

ম্যাচে এদিন আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ১৮১ রান করে ভারত। ভারতের হয়ে লড়াই সুর্যকুমারের। ৫৩ রান করেন সূর্য। লড়াই করেন হার্দিক পান্ডিয়াও। ৩২ রান করেন তিনি। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ ভারত অধিনায়ক। ৮ রান করেন তিনি। এদিনও রান পেলেন না বিরাট কোহলি। ২৪ রান করেন। ২০ রান করেন ঋষভ পন্থ। ১০ রান করেন শিভম দুবে। ৭ রান করেন রবীন্দ্র জাদেজা। আফগানিস্তানের হয়ে তিনটি করে উইকেট অধিনায়ক রশিদ খান এবং ফারুকির। একটি উইকেট নবীন-উল-হকের।

জবাবে ব্যাট করতে নেমে ১৩৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। সৌজন্যে যশপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং। ম্যাচে তিনটি করে উইকেট নেন তাঁরা। আফগানদের হয়ে ২৬ রান করেন ওমারজাই। গুরবাজ করেন ১১ রান। ২ রান করেন জাজাই। গুলবাদিন নবিন করেন ১৭ রান। ভারতের হয়ে দুটি উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজার।

আরও পড়ুন- শুক্রবার ভোর থেকে শুরু কোপা আমেরিকা, প্রথম ম্যাচে নামছে আর্জেন্তিনা