শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতার তথ্য সরকারি পোর্টালে আপলোড করার নির্দেশ হাই কোর্টের

বিচারপতি বলেন, স্কুলের শিক্ষক যে যে বিষয় পড়াচ্ছেন, তাঁর যোগ্যতা কী, সেটা ছাত্রছাত্রীদের অভিভাবকদের জানা উচিত

শিক্ষক নিয়োগ মামলায় বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের। রাজ্যের শিক্ষা দফতরের অধীনে থাকা সমস্ত স্কুলে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতা সংক্রান্ত তথ্য “বাংলার শিক্ষা পোর্টালে” আপলোড করতে হবে। আগামী দু’সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করতে হবে। বৃস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলার শুনানি ছিল। বিচারপতি বলেন, স্কুলের শিক্ষক যে যে বিষয় পড়াচ্ছেন, তাঁর যোগ্যতা কী, সেটা ছাত্রছাত্রীদের অভিভাবকদের জানা উচিত ৷ কারণ অভিযোগ এসেছে বহু শিক্ষক-শিক্ষিকার যোগ্যতা নেই ৷ অথচ তাঁরা স্কুলে নিযুক্ত হয়েছেন ৷ সেই জন্য রাজ্যকে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকার যোগ্যতা কী, তা সরকারের পোর্টালে আপলোড করতে হবে ৷ এদিন রাজ্যের সব স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের তথ্য জড়ো করতে আরও দু’মাস সময় চেয়েছিলেন রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসুমল্লিক ৷

লোকসভা নির্বাচনের কারণে রাজ্যের স্কুলগুলির পঠনপাঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে ৷ এবিষয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, নির্বাচনের জন্য কেন যে দেশে আলাদা বিল্ডিং বানানো হচ্ছে না ? দেশে প্রতি বছর দু-তিনটি করে নির্বাচন হচ্ছে ৷ আর ভুগতে হচ্ছে গরিব ছাত্রছাত্রীদের ৷ সরকার আলাদা করে বাহিনীর লোকজনের থাকার জন্য বিল্ডিং তৈরি করুক , যেখানে সব রকম ব্যবস্থা থাকবে ৷ গত তিন-চার মাস ধরে স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাচ্ছে না ৷

উল্লেখ্য, মুর্শিদাবাদের গোথা হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি সম্পূর্ণ বেআইনিভাবে তাঁর ছেলে অনিমেষ তিওয়ারিকে স্কুলে চাকরিতে নিযুক্ত করেছিলেন ৷ সেই ঘটনায় সাড়া পড়ে যায় সারা রাজ্যে ৷ হাই কোর্টে মামলা দায়ের হয় ৷ ইতিমধ্যে অনিমেষ তিওয়ারির চাকরি বাতিল করেছে হাই কোর্ট ৷ পাশাপাশি আশিস তিওয়ারির বিরুদ্ধে শিক্ষা দফতর পদক্ষেপ করেছে ৷ তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে নিম্ন আদালতে ৷

 

Previous articleবেঙ্গল মহিলা প্রো টি-টোয়েন্টি লিগে শ্রাচি রাঢ় টাইগার্স ২৮ রানে জয়ী
Next articleলোকসভায় বিপর্যয়ের পরেও সিপিএম রাজ্য কমিটির বৈঠকে হার নিয়ে নেই পর্যালোচনা