সাইবার প্রতারণার অভিযোগে বেলঘরিয়া থেকে আটক সফটওয়্যার ইঞ্জিনিয়ার

সাত সকালে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ভোট মিটতেই রাজ্যে শুরু মোদি নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় এজেন্সির দাপাদাপি। এবার সাইবার প্রতারণার অভিযোগে বেলঘরিয়া থেকে আটক সফটওয়্যার ইঞ্জিনিয়ার রমেশ প্রসাদ (Ramesh Prasad)। বৃহস্পতিবার থেকে টানা জিজ্ঞাসাবাদের পর এদিন সকালে ভিনরাজ্যের সাইবার প্রতারণা মামলায় (Cyber Crime) তাঁকে আটক করা হয়েছে। ইডি (ED)সূত্রে জানা যাচ্ছে কলকাতা থেকেই রমেশ দিল্লি এবং পাটনায় সাইবার প্রতারণার কাজ চালাতেন। অভিযুক্তের বাড়ি এবং গাড়ি থেকে বেশকিছু নথি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে ফের তল্লাশি অভিযানে কেন্দ্রীয় এজেন্সি। বেলঘরিয়ার ইঞ্জিনিয়ারকে আটক করার পর এদিন আসানসোলে এক শিল্পপতির বাড়িতে হানা দেন আধিকারিকরা। বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশেও ওই ব্যক্তির লোহার ব্যবসা রয়েছে বলে জানা যাচ্ছে। তদন্তকারী অফিসারদের সন্দেহ তিনিও প্রতারণার সঙ্গে যুক্ত তাই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই চলছে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি।