আরবিআই রিপোর্টে এক্সিট পোলকে কেন্দ্র করে দেশের শেয়ার বাজারের উত্থান-পতনের ছবি

লোকসভা ভোটের এক্সিট পোলের কারণে ভারতের শেয়ার বাজারের ব্যাপক উত্থান এবং ভোটের ফল প্রকাশের পর ধসে পড়া ওর বিষয়টি উঠে এল রিজার্ভ ব্যাঙ্কের (RBI) রিপোর্ট। দেশের আর্থিক অবস্থার বর্ণনায় রিজার্ভ ব্যাঙ্ক একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে আরবিআই জানায়, মে মাসের গোড়ার দিকে দেশের শেয়ার বাজার নীচের দিকে নেমেছিল। রিজার্ভ ব্যাঙ্কের তরফে বিরাট অঙ্কের ডিভিডেন্ড ঘোষণা করা হলে, মার্চের মাঝামাঝি সময়ে ফের চাঙ্গা হতে শুরু করে বাজার। শেয়ার বাজারে নথিভুক্ত ভারতীয় সংস্থাগুলির বাজারমূল্য প্রথমবার পাঁচ লক্ষ মার্কিন ডলারে পৌঁছয়।

অন্যদিকে, ওই মাসের শেষ সপ্তাহে বাজার ফের পড়তে শুরু করলেও জুনের গোড়ায় আচমকাই অনেকটা চাঙ্গা হয় বাজার। কেন্দ্রীয় সরকার জিডিপি সংক্রান্ত তথ্য সামনে আনার পর এবং এক্সিট পোলের ফলাফল প্রকাশিত হওয়ার পর নতুন শীর্ষে ওঠে বাজারের সূচক। কিন্তু ভোটের ফল ঘোষণা হতেই ফের ঝিমিয়ে পড়ে বাজার (RBI)। তবে কেন্দ্রে নতুন সরকার গঠন হওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশা জাগে। তাঁদের ধারণা, সুষ্ঠুভাবে সরকার চলবে। তাই ফের চাঙ্গা হয় বাজার।

আরও পড়ুন: বন্দে ভারতের খাবারে আরশোলা, ফের পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে ভারতীয় রেল