Sunday, July 6, 2025

শহরের রুফটপ ক্যাফে-রেস্তোরাঁ নিয়ে সমীক্ষা শুরু পুরসভার! বেআইনি হলেই ভাঙার নির্দেশ মেয়রের

Date:

Share post:

পার্কস্ট্রিট (Park Street) ও অ্যাক্রোপলিস মলে (Acropolis Mall) অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই শহরের রুফটপ রেস্তোরাঁ (Restaurant), ক্যাফে (cafe) কিংবা হুক্কা বার (Hookah Bar) নিয়ে নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা (KMC)। তাই শহরে এধরনের যতগুলো ক্যাফে-রেস্তোরাঁ আছে, তা নিয়ে বিশেষ সমীক্ষা চালাবে পুর-কর্তৃপক্ষ। সাতদিনের মধ্যে সেই সমীক্ষার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বহুতলের ছাদে বেআইনিভাবে রেস্তোরাঁ কিংবা ক্যাফে গড়ে উঠলে দ্রুত তা ভেঙে ফেলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহানাগরিক।

মেয়র সাফ জানিয়েছেন, শহরে প্রপার্টির দাম বেড়ে যাওয়ায় এখন ছাদ বিক্রির একটা প্রবনতা তৈরি হয়েছে। আর সেই ছাদ ঘিরে তৈরি হচ্ছে ক্যাফে-বার। হাইকোর্টই তার জন্য ছাড়পত্র দিয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বেআইনিভাবে গোটা ছাদ ঘিরে গড়ে তোলা সেই ক্যাফে-রেস্তোরাঁয় স্টোভ কিংবা হিটার ব্যবহার করা হচ্ছে। শহরে এরকম কত রুফটপ ক্যাফে, রেস্তোরাঁ ও হুক্কা বার রয়েছে তা নিয়ে একটা সমীক্ষা করে অবিলম্বে তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

পুরসভার বারবার বারণ সত্ত্বেও গত কয়েকবছরে শহরে দেদার বিকোচ্ছে বহুতলের ‘কমন স্পেস’ ছাদ। আর অল্প সময়ে স্বল্প বিনিয়োগে প্রচুর আয়ের লোভে সেখানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে রুফটপ ক্যাফে-রেস্তোরাঁ। বেশিরভাগ ক্ষেত্রেই যার কোনও সঠিক তথ্য পুরসভার কাছে থাকছে না। বহুতলে অগ্নিকাণ্ডের সময় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে কিংবা আগুন নেভাতে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে দমকল। এই নিয়ে শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ছাদ হল কমন স্পেস। অগ্নিকাণ্ড-সহ কোনও দুর্ঘটনার থেকে হাত থেকে রেহাই পেতে সেই ছাদ সবসময় খোলা রাখতে হয়। কিন্তু এখন বাণিজ্যিক ব্যবহারের জন্য ছাদ বিক্রির প্রবনতা বেড়েছে। তাই এবার ছাদের উপর গজিয়ে ওঠা ক্যাফে-রেস্তোরাঁয় নজরদারি চালাবে পুর-কর্তৃপক্ষ। সমীক্ষার রিপোর্ট খতিয়ে দেখে অনুমতি ছাড়াই যেসব ক্যাফে-রেস্তোরাঁ রমরমিয়ে চলছে, তা দ্রুত ভেঙে ফেলার বন্দোবস্ত করবে পুরসভা।

এমনকী, যেসব ক্ষেত্রে ছাদে বাণিজ্যিক কাজের অনুমতি রয়েছে, সেখানেও অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হবে। আগামী দিনে এধরণের নতুন কোনও ক্যাফে-রেস্তোরাঁকে অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে কড়া আইন আনার ব্যাপারেও ভাবনা-চিন্তা চলছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর।

spot_img

Related articles

স্বর্ণবেশে জগন্নাথ! মন্দিরের বাইরে রথেই বিরাজমান তিন ভাইবোন 

চলছে রাগ-অভিমানের পর্ব। মাসির বাড়িতে নয়দিন থেকে ফিরে এলেও এখনও মন্দিরে প্রবেশাধিকার পাননি জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মন্দিরের...

পিতৃপুরুষের ভিটে বাংলায়, সেই বাসিন্দাকেই NRC নোটিশ অসমের!

বাংলার বাসিন্দাদের শুধুমাত্র বাংলা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে সোজা সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জল...

গিলের মধ্যে বিরাটের ছোঁয়া দেখছেন ট্রট

ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে শুভমন গিল (Shubman Gill)। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে দ্বিশতরান এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি। শুভমন...

ভোটার তালিকা সংশোধনীতে কমিশনের চক্রান্ত: সুপ্রিম কোর্টে সাংসদ মহুয়া

একাধিকবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) সঙ্গে দেখা করেও দাবির...