রাজধানীতে NEET-প্রতিবাদের ঝড়, যোগদিবস বাতিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়ির সামনে শুরু হয় বিক্ষোভ। দাবি করা হয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। অন্যদিকে শিক্ষা দফতরের সামনেও আন্দোলন চালায় কংগ্রেস

প্রবল আন্দোলনের জেরে যোগ দিবসের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দিল্লি বিশ্ববিদ্যালয়ে NEET-এ দুর্নীতির বিরোধী আন্দোলনের জেরে পরিকল্পনামাফিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয় পৌঁছালেও অনুষ্ঠানে যোগ দিতে পারলেন না তিনি। বৃহস্পতিবারই গোটা কেলেঙ্কারির নৈতিক দায়িত্ব নিতে রাজি হন তিনি। তবে বিরোধীরা কেন্দ্রের এত বড় কেলেঙ্কারিতে এত দ্রুত বিজেপি সরকারকে স্বস্তি দিতে প্রস্তুত নয়। কংগ্রেস শুক্রবারই দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে। অন্য়দিকে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপিও এই কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে আরএসএসের নির্দেশে।

শুক্রবার সকাল থেকেই NEET দুর্নীতি বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে রাজধানী দিল্লি। একদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়ির সামনে শুরু হয় বিক্ষোভ। দাবি করা হয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। অন্যদিকে শিক্ষা দফতরের সামনেও আন্দোলন চালায় কংগ্রেস কর্মীরা। অন্যদিকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বিক্ষোভ দেখায় শাস্ত্রী ভবনের বাইরে। যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ে যান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অনুষ্ঠান বাতিল করে ফিরে যান প্রধান।

আন্দোলনের জেরে প্রায় ২৪ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। যদিও বিরোধীদের প্রতিবাদের মধ্যেই NTA-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি ছাত্র সংগঠন এবিভিপি। সংগঠনের দাবি, পরীক্ষা নিয়ামক সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন যখন উঠেছে তখন সরকার জবাব দিতে বাধ্য। এমনকি আরএসএসের পক্ষ থেকেও এই দুর্নীতি নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। সরকারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলছে এই দুর্নীতি, এমন দাবি করা হয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের পক্ষ থেকে।

তবে সুপ্রিম কোর্টে শুক্রবার NEET ২০২৪ বাতিল নিয়ে যে আবেদন করা হয়, তা খারিজ হয়ে যায়। সুপ্রিম কোর্ট NEET সংক্রান্ত সব মামলা একসঙ্গে ৮ জুলাই শুনবে। তবে ৬ জুলাই থেকে NEET ২০২৪-এর যে কাউন্সিলিং শুরু হওয়ার কথা, তাতে কোনওভাবেই সময় নষ্ট করার পক্ষে সায় দেয়নি সুপ্রিম কোর্ট।

NEET দুর্নীতিতে কেন্দ্র সরকারের তদন্তকারী সংস্থাও স্বীকার করে নিয়েছে বেনিয়ম হয়েছে বলে। স্বরাষ্ট্র মন্ত্রকের ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের তরফ থেকে এই কেলেঙ্কারির জন্য NTA-কেই দায়ী করা হয়েছে। সেই সঙ্গে পরবর্তী তদন্তেরও সুপারিশ করা হয়েছে মন্ত্রকের কাছে।