Wednesday, August 20, 2025

অগ্নিমিত্রা পালের করা মানহানির মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ

Date:

বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের করা মানহানির মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। মাস কয়েক আগে টেলিভিশনের একটি বিতর্ক শো-তে কুণালের মন্তব্যের বিরোধিতা করে মানহানির মামলা করেছিলেন অগ্নিমিত্রা। সেই মামলায় শুক্রবার কুণালের জামিন মঞ্জুর করেছে আদালত। তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, শুক্রবার শুনানির পর আলিপুর আদালতের নবম বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট কুণালের জামিন মঞ্জুর করেছেন।

ওই টিভি শো-তে কুণাল (Kunal Ghosh) এবং অগ্নিমিত্রা দু’জনেই অংশ নিয়েছিলেন। সেখানে তৃণমূলের নেতানেত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন অগ্নিমিত্রা। তার পাল্টা দিতে গিয়ে কুণাল বলেছিলেন, ‘‘আপনারা শুভেন্দু অধিকারীকে নেতা করেছেন। তাঁকেও তো কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছিল। আপনারা সেটা দেখতে পান না?”

এরপরই কুণালের বিরুদ্ধে মামলা করেন অগ্নিমিত্রা। তাঁর অভিযোগের ভিত্তিতে কুণালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছিল। মামলাটি আলিপুর আদালতে গৃহীত হয়।
কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী আদালতে তাঁর সওয়ালে জানান, কোনও ব্যক্তিবিশেষের উদ্দেশে কুণাল ওই মন্তব্য করেননি। তিনি সার্বিক ভাবে একটি নীতির বিরোধিতা করেছিলেন। দু’পক্ষের বক্তব্য শোনার পর শুক্রবার কুণালের জামিন মঞ্জুর করেছে আদালত।

আরও পড়ুন: নিয়োগ মামলার তলবে নিজামে তাপস, কয়লা কাণ্ডে ধৃতদের আদালতে পেশ CBI-এর 

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version