পাঁচ বছরে ৪৩ পরীক্ষার প্রশ্ন ফাঁস! মোদি সরকারের লাগাতার দুর্নীতির বিরুদ্ধে সরব প্রিয়াঙ্কা

সময় যত গড়াচ্ছে চিকিৎসক প্রবেশিকা পরীক্ষার দুর্নীতির জাল ততই দীর্ঘ হচ্ছে। কোন প্রভাবশালী যোগে দেশে এনডিএ জমানায় এই দুর্নীতির বীজ বপন করা হয়েছিল তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে দড়ি টানাটানি। এবার সেই ইস্যুতেই মোদি সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)।

শুক্রবার এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কার অভিযোগ, নরেন্দ্র মোদি সরকারের লাগাতার দুর্নীতির জেরে দেশ ক্রমশ দুর্বল, অনিশ্চিত হয়ে পড়ছে কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ। তিনি আরও লেখেন, গত পাঁচ বছরে দেশে ৪৩টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বিজেপির শাসনকালে প্রশ্ন ফাঁসের ঘটনা আমাদের দেশের একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত তাতে কোটি কোটি যুবকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে।

প্রিয়াঙ্কা এরপরই মনে করিয়ে দেন, ভারত বিশ্বের তরুণতম দেশ। আমাদের যুব জনসংখ্যা সবচেয়ে বেশি। আমাদের যুবসমাজকে দক্ষ ও যোগ্য করার পরিবর্তে বিজেপি সরকার তাদের দুর্বল করে দিচ্ছে।


Previous article‘ইউরোর সব চেয়ে ভালো দল স্পেন’, ইতালিকে হারিয়ে  হুঙ্কার স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে
Next articleআকাশছোঁয়া বিল! বিদ্যুতের অপচয় রুখতে কড়া পদক্ষেপ স্কুল শিক্ষা দফতরের