Thursday, December 4, 2025

নিয়োগ মামলার তলবে নিজামে তাপস, কয়লা কাণ্ডে ধৃতদের আদালতে পেশ CBI-এর 

Date:

Share post:

ভোট পর্ব মিটে দেশে নতুন সরকার গঠন হতে না হতেই বাংলায় ফের কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা চালু। নরেন্দ্র মোদির (Narendra Modi) দুই অস্ত্র ইডি (ED ) এবং সিবিআইকে (CBI) কাজে লাগিয়ে বাংলাকে টার্গেট করার রাজনীতি ফের শুরু করে দিয়েছে বিজেপি। প্রাথমিক নিয়োগ মামলার তদন্তের নামে এবার শিক্ষক-অশিক্ষক কর্মীদের তালিকা তৈরি করছে কেন্দ্রীয় এজেন্সি বলে খবর মিলেছে। ১১ জন শিক্ষক এবং দুই শিক্ষা কর্মীর নাম রয়েছে তাতে। মোট ৩৭ জনকে আগামী সপ্তাহের শুরুতেই ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এর মাঝেই তলব করা হলো তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে (Tapas Saha)। তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়ে শুক্রবার বেলা ১১টা নাগাদ নিজাম প্যালেসে CBI দফতরে পৌঁছন বিধায়ক।

প্রাথমিক নিয়োগ মামলার নামে গত দু’বছর ধরে রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীদের টার্গেট করছে মোদি নিয়ন্ত্রণাধীন ইডি -সিবিআই । টাকার বিনিময়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে তাপস শাহ কে এর আগেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।২০২৩ সালের এপ্রিল মাসে বিধায়কের তেহট্টের বাড়িতে বিশেষ অভিযানে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১২ জন আধিকারিক তল্লাশি করেন। এমনকি তাঁর আপ্তসহায়কের বাড়ি, বাড়ির পাশের পুকুরপাড় জুড়ে তল্লাশি চলে। সব মিলিয়ে প্রায় ১৫ ঘণ্টার অভিযান শেষে তাপসের বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকরা। আজ ফের তাঁকে তলব করা হয়েছে।

অন্যদিকে কয়লা কাণ্ডে বৃহস্পতিবার সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে যান এক ইসিএল কর্তা-সহ ২ জন। টানা জেরার পর বয়ানে অসঙ্গতি মেলায় তাঁদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে ধৃতদের তোলা হয়েছে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে।

 

spot_img

Related articles

বিজয় হাজারের সঙ্গে খেলতে চান মুস্তাক আলিও! রোহিতের লক্ষ্য কি টি২০-তে প্রত্যাবর্তন?

টি২০ আন্তজার্তিক থেকে অবসর নেওয়ার পরও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) খেলতে চলেছেন রোহিত শর্মা(Rohit Sharma)।...

ওয়াকফের নামে গুজব ছড়ানো হচ্ছে, কান দেবেন না: সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

"সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ওয়াকফ নিয়ে আমরা কিছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা বিধানসভায়...

বাগদানের পর বিজয়ের সঙ্গে সম্পর্কে ফাটল রশ্মিকার! বিয়ে নিয়ে মুখ খুললেন নায়িকা

বিনোদন জগতের তারকাদের অনস্ক্রিন কেমিস্ট্রি যদি অফস্ক্রিনে ধরা দেয় তাহলে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়ে যায় অনুরাগীদের...

সাগরদিঘিতে নতুন ইউনিট, কবে থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের সুপার পাওয়ার ইউনিটের কাজ শেষ। এবার এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে। বৃহস্পতিবার...