Thursday, November 6, 2025

অসমে বন্যায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ক্ষতিগ্রস্ত ৪ লক্ষেরও বেশি মানুষ

Date:

সময় যত গড়াচ্ছে আরও ভয়াবহ আকার ধারণ করছে অসমের বন্যা পরিস্থিতি। ইতিমধ্যে বন্যায় (Flood) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭। সেই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে অসমে (Assam) লাগাতার ঝড়বৃষ্টি ও বন্যা পরিস্থিতির জেরে ১৯ জেলায় ক্ষতিগ্রস্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ লক্ষ। কোপিলি, বরাক, কুশিয়ারা-সহ একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ক্ষতিগ্রস্ত একাধিক বাঁধ, রাস্তা ও ব্রিজ। গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টির কারণে পরিস্থিতির অবনতি হয়েছে।

ইতিমধ্যেই একশোটির বেশি ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে ১৫ হাজার মানুষ রয়েছেন। হাওয়া অফিসের আধিকারিকরা জানিয়েছেন, আগামী দু’দিন অসমের অধিকাংশ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জেলাগুলি হল বাজালি, বক্সা, বরপেটা, বিশ্বনাথ, কাছাড়, দারাং, গোয়ালপাড়া, হাইলাকান্দি, হোজাই, কামরূপ, করিমগঞ্জ, কোকরাঝাড়, লখিমপুর, নওগাঁও, নলবাড়ি, সোনিতপুর, দক্ষিণ সালমারা, তামুলপুর এবং উদালগুড়ি। করিমগঞ্জ জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। ২ লক্ষ ৪০ হাজার মানুষ শুধু এই জেলা থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় ১০০ টিরও বেশি ত্রাণশিবির খোলা হয়েছে। যেখানে আশ্রয় নিয়েছেন ১৫ হাজারেরও বেশি মানুষ। তবে দ্রুত জল না কমলে এই ক্ষতি আরও বড় আকার ধারণ করতে পারে বলেই মত প্রশাসনের।


Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version