শারীরিক অবস্থার অবনতি, গুরুতর অসুস্থ খালেদা জিয়া

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অবনতি হচ্ছে তার শারীরিক পরিস্থিতির। শুক্রবার ভোর সাড়ে ৩টে নাগাদ ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপার্সনকে। এখন তিনি সিসিইউ-তে পর্যবেক্ষণে রয়েছেন।

৭৯ বছর বয়সি দীর্ঘদিন ধরে খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা-সহ নানা রোগে ভুগছেন। গত বছরের ৯ অগাস্ট খালেদাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন ৫ মাসের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন। সে সময় তাঁকে বিদেশে চিকিৎসার জন্য সরকারের কাছ থেকে অনুমতি চাওয়া হলে তা পাওয়া যায়নি।

আরও পড়ুন- প্রশ্ন ফাঁস বিতর্কে নজর ঘোরানোর চেষ্টা কেন্দ্রের, দেশজুড়ে চালু পাবলিক এগজামিনেশন অ্যাক্ট