Monday, August 25, 2025

শনিবার ভোরে শহরের শতাব্দী প্রাচীন এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সাড়ে তিনটে নাগাদ বিবাদী বাগের (BBD Bag Area) ৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি পুরনো বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। আগুনের উৎসস্থলে পৌঁছতে বেশ কিছুটা সময় লাগে দমকল কর্মীদের। এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনা স্থলে দমকলের সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে।

স্থানীয় সূত্রে জানা যায় বাড়িটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বাড়িটি থেকে মাঝেমধ্যেই বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। কালো ধোঁয়ায়। গোটা এলাকা ঢেকে গিয়েছে । বাড়িটির বয়স ১০০ বছরেরও বেশি হওয়ায় সেটির কাঠামো ভেঙে পড়ার আশঙ্কাও করছেন স্থানীয় বাসিন্দারা। এই বাড়িতে ২৫ টি পরিবারের বাস, সকলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।দমকলের প্রাথমিক অনুমান, এসি থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে। তিনতলার একটি এসি ইউনিট থেকে আগুন লেগেছে বলে সন্দেহ। বাড়িটির উপরের তল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। সাড়ে দশটার মধ্যে আগুন সম্পূর্ণ নেভানো গেছে বলে জানা যাচ্ছে। দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose) ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কেউ যদি বাড়িতে বেআইনিভাবে কোন দাহ্য পদার্থ বা কেমিক্যাল রেখে থাকেন তাহলে সে ক্ষেত্রে কড়া পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই ওই বিল্ডিংয়ে যে সমস্ত অফিস রয়েছে সেখানকার কর্মচারীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। ৫ নম্বর গার্স্টিন প্লেসের ওই বাড়িতে আইনজীবীদের অফিস রয়েছে। তারা জানাচ্ছেন আগুনে পুড়ে অনেক নথি ছাই হয়ে গেছে কিন্তু পুলিশ ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। এই অভিযোগ তুলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। দমকলমন্ত্রীকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও কুলিং এখনও পর্যন্ত শেষ হয়নি। পরে দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে। সব দিক চিন্তা করেই আপাতত ওই বিল্ডিংয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

 

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version