Wednesday, December 3, 2025

“ভট্টাচার্য” পদবি নিতেই বিপাকে কল্যাণ চৌবে! মানিকতলার বিজেপি প্রার্থীর বিরুদ্ধ বিস্ফোরক অভিযোগ

Date:

Share post:

ফুটবলার জীবন হোক কিংবা রাজনৈতিক, তিনি সকলের কাছে এতদিন পর্যন্ত কল্যাণ চৌবে হিসেবেই পরিচিত। কিন্তু সেই কল্যাণ চৌবে (Kalyan Chowbe) রাতারাতি ভট্টাচার্য পদবি ধারণ করেছেন! আসন্ন মানিকতলা উপনির্বাচনে বিজেপির তরফে প্রার্থী তালিকা ঘোষণার পরে কল্যাণ চৌবে ভট্টাচার্যকে নিয়ে এই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে। এর আগেও প্রাক্তন ফুটবলার তথা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ ২০২১ সালের বিধানসভা মানিকতলা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন। সেবার হারতে হয়েছিল তাঁকে।

একুশ সালে তিনি নির্বাচন কমিশনে যে হলফনামা দিয়েছিলেন, সেখানে তাঁর নাম কল্যাণ চৌবেই (Kalyan Chowbe) ছিল। ওই হলফনামা অনুযায়ী তাঁর বাবার নাম লক্ষ্মীনারায়ণ চৌবে। কিন্তু এবার উপনির্বাচনে বিজেপির তরফ যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তাতে কল্যাণ নামের সঙ্গে চৌবে ভট্টাচার্য পদবি দেখে তৃণমূল প্রশ্ন তুলেছে মানিকতলার বিজেপি প্রার্থীর পদবিতে কি নতুন সংযোজন হয়েছে?

প্রার্থীর নাম ঘোষণা করার পরপরই তৃণমূল নেতা কুণাল ঘোষের প্রতিক্রিয়া ছিল, “মানিকতলায় কল্যাণ চৌবে ভট্টাচার্য নামে একজন প্রার্থী হয়েছেন। আমরা তো এতদিন জানতাম কল্যাণ চৌবে, এখন তার সঙ্গে দেখলাম ভট্টাচার্য রয়েছে! মহিলাদের বিয়ে হলে অনেকে নতুন পদবি যোগ করেন। কল্যাণ কী করেছেন জানি না! ভোটার তালিকায় ওঁর নাম আর প্রেস রিলিজ়ের নাম একই কি না, তাও জানি না।”

সেভ বেঙ্গল বিজেপি নামক একটি গ্রুপেও কল্যাণ চৌবের নতুন পদবি ভট্টাচার্য হওয়ার পর বিস্ফোরক অভিযোগ উঠছে। সোশ্যাল মিডিয়ায় তারা লিখছে, “চৌবে রাতারাতি ভট্টাচায্য? আর কতো নিচে নামবেন? আপনি বাঙালিদের খেলো ভাবলেন কি করে? AIFF সভাপতি হয়ে বিশ্বকাপ টিকেটের কালোবাজারি ও নিজের ভগ্নিপতি, ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ করে জেলখাটা আসামী শিবাজী পাঁজার মাধ্যেমে সব কন্ট্যাক্ট বিক্রী ছাড়া কি করেছেন?”

সেভ বেঙ্গল বিজেপির এই পোস্ট শেয়ার করে তৃণমূল নেতা কুণাল ঘোষ কল্যাণ চৌবের বিরুদ্ধে তদন্ত দাবি করেছেন। কুণাল লিখছেন, “এসব তো মারাত্মক অভিযোগ। বিজেপির মধ্যে থেকেই উঠছে। এগুলির সত্যতা খতিয়ে দেখতে অবিলম্বে যথাযথ তদন্ত প্রয়োজন। বিজেপির কী হাল!!! এমন একজনকে মানিকতলায় প্রার্থী করেছে।”

এদিকে পদবি নিয়ে কল্যাণ চৌবের যুক্তি, “আমার পুরো নাম কল্যাণ চৌবে ভট্টাচার্য। আমার মায়ের পদবি ভট্টাচার্য। নারীশক্তিকে সম্মান জানিয়ে অনেকেই এখন তাঁদের পদবিতে মায়ের পদবিও যুক্ত করছেন। আমিও তাই করেছি।”

আরও পড়ুন: রানিগঞ্জের ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও ১

 

 

spot_img

Related articles

সোনালিকে ফেরাতে সুপ্রিম-নির্দেশ: বাংলা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

বুধবারই কেন্দ্রের স্বৈরাচারী বাঙলা বিরোধী সরকারের মুখে ঝামা ঘষে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর নাবালক সন্তানকে...

রায়পুরে ঋতুর ক্যারিশমা, বিরাট ইনিংসে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

রায়পুরে রাজকীয় শতরান ঋতুরাজের (Rituraj Gaikwad),ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে অপ্রতিরোধ্য বিরাট (Virat Kohli)। সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তে...

চালাকি করে SIR করেছে অমিত শাহ! তীব্র আক্রমণ মমতার, আশ্বাস দেন “বাংলা ডিটেনশন ক্যাম্প হবে না”

বাংলায় তাড়াহুড়ো করে এসআইআর (SIR) চালু করা হয়েছে। এর জন্য দায়ী অমিত শাহ (Amit Shah)। বুধবার, মালদহের গাজোলে...

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে...