Tuesday, November 11, 2025

সংসদের রীতি ভেঙ্গে নিযুক্ত বিজেপির প্রোটেম স্পিকার! সহযোগিতায় না ইন্ডিয়া জোটের 

Date:

লোকসভার প্রোটেম স্পিকার বিতর্কে নয়া মোড়, দেশে নতুন সরকার গঠনের পর আসন্ন সংসদ অধিবেশনে প্রোটেম স্পিকার (Lok Sabha Protem Speaker Controversy) ভর্তৃহরি মেহতাবকে ( Bhartruhari Mahtab) সাহায্য না করার সিদ্ধান্ত নিল I.N.D.I.A জোট। এর আগে সরকারের তরফে কংগ্রেস, তৃণমূল এবং ডিএমকে-এর (DMK) কে সুরেশ, সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay) এবং টিআর বালুকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে দলের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে আলোচনার পর সরকারের এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ২৪ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চলবে সংসদের অধিবেশন। শনিবার রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন জানান (Derek o Brayen)যে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রোটেম স্পিকারের সহায়ক হিসাবে সভা পরিচালনা করবেন না। প্রোটেম স্পিকার পদে বিজেপি সাংসদকে দায়িত্ব দেওয়ার বিষয়টা ভালো চোখে দেখছে না কংগ্রেসও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) বৃহস্পতিবার ভর্তৃহরি মেহতাবকে (Bhartruhari Mahtab) লোকসভার প্রোটেম স্পিকার হিসাবে নিযুক্ত করার পরই প্রতিবাদ করেছিল ইন্ডিয়া জোট (I.N.D.I.A Allience)। বিজু জনতা দল থেকে বিজেপিতে যোগ দিয়ে সপ্তমবারের জন্যে সাংসদ নির্বাচিত হয়েছেন ভর্তৃহরি।বিরোধীদের দাবি, নিয়ম বহির্ভূত ভাবে বিজেপি সাংসদকে প্রোটেম স্পিকার পদে নিযুক্ত করা হয়েছে। রীতি অনুযায়ী, সংসদের সবচয়ে বর্ষীয়ান সাংসদকে প্রোটেম স্পিকরার করা হয়ে থাকে। এই আবহে এবারের লোকসভায় সবচেয়ে বর্ষীয়ান সাংসদ কংগ্রেসের সুরেশ। অথচ তাঁকে নিযুক্ত না করেই সংসদ নিজেদের ইচ্ছেমতো পরিচালনা করতে ভর্তৃহরি মেহতাবকে প্রোটেম স্পিকার করা হয়েছে। তাই বিরোধীরা সিদ্ধান্ত নিয়েছেন, কংগ্রেসের সুরেশ কোদিকুন্নিল, ডিএমকে-র থাল্লিকোট্টাই রাজুথেভার বালু ও তৃণমূলের সুদীপ বন্দোপাধ্যায় প্রোটেম স্পিকারের সহকারী হিসেবে কাজ করবেন না।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version