Friday, August 29, 2025

সংসদের রীতি ভেঙ্গে নিযুক্ত বিজেপির প্রোটেম স্পিকার! সহযোগিতায় না ইন্ডিয়া জোটের 

Date:

লোকসভার প্রোটেম স্পিকার বিতর্কে নয়া মোড়, দেশে নতুন সরকার গঠনের পর আসন্ন সংসদ অধিবেশনে প্রোটেম স্পিকার (Lok Sabha Protem Speaker Controversy) ভর্তৃহরি মেহতাবকে ( Bhartruhari Mahtab) সাহায্য না করার সিদ্ধান্ত নিল I.N.D.I.A জোট। এর আগে সরকারের তরফে কংগ্রেস, তৃণমূল এবং ডিএমকে-এর (DMK) কে সুরেশ, সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay) এবং টিআর বালুকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে দলের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে আলোচনার পর সরকারের এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ২৪ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চলবে সংসদের অধিবেশন। শনিবার রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন জানান (Derek o Brayen)যে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রোটেম স্পিকারের সহায়ক হিসাবে সভা পরিচালনা করবেন না। প্রোটেম স্পিকার পদে বিজেপি সাংসদকে দায়িত্ব দেওয়ার বিষয়টা ভালো চোখে দেখছে না কংগ্রেসও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) বৃহস্পতিবার ভর্তৃহরি মেহতাবকে (Bhartruhari Mahtab) লোকসভার প্রোটেম স্পিকার হিসাবে নিযুক্ত করার পরই প্রতিবাদ করেছিল ইন্ডিয়া জোট (I.N.D.I.A Allience)। বিজু জনতা দল থেকে বিজেপিতে যোগ দিয়ে সপ্তমবারের জন্যে সাংসদ নির্বাচিত হয়েছেন ভর্তৃহরি।বিরোধীদের দাবি, নিয়ম বহির্ভূত ভাবে বিজেপি সাংসদকে প্রোটেম স্পিকার পদে নিযুক্ত করা হয়েছে। রীতি অনুযায়ী, সংসদের সবচয়ে বর্ষীয়ান সাংসদকে প্রোটেম স্পিকরার করা হয়ে থাকে। এই আবহে এবারের লোকসভায় সবচেয়ে বর্ষীয়ান সাংসদ কংগ্রেসের সুরেশ। অথচ তাঁকে নিযুক্ত না করেই সংসদ নিজেদের ইচ্ছেমতো পরিচালনা করতে ভর্তৃহরি মেহতাবকে প্রোটেম স্পিকার করা হয়েছে। তাই বিরোধীরা সিদ্ধান্ত নিয়েছেন, কংগ্রেসের সুরেশ কোদিকুন্নিল, ডিএমকে-র থাল্লিকোট্টাই রাজুথেভার বালু ও তৃণমূলের সুদীপ বন্দোপাধ্যায় প্রোটেম স্পিকারের সহকারী হিসেবে কাজ করবেন না।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version