বর্ষার চিঠি নিয়ে হাজির মেঘপিয়ন, স্নানযাত্রাতেই বৃষ্টির আগমন!

প্রবাদ আছে স্নানযাত্রাতে নাকি বৃষ্টি ভেজে বাংলা (Rain in Bengal)। সত্যিই কি তাই? বর্ষার বৃষ্টির জন্য হাপিত্যেস করে বসে থাকা দক্ষিণবঙ্গবাসী এখন এই কথাকেই সত্যি মানতে চাইছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে এখনও বর্ষার (Monsoon) বৃষ্টি শুরু হতে দু-তিনদিন সময় লাগবে। আজ সারাদিন কলকাতা সহ শহরতলির আকাশ মেঘলা। বেলা বাড়লে অস্বস্তির পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আশার খবর মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের আরও এক জেলায় ঘন্টাখানেকের মধ্যে ঝমঝমিয়ে বজ্রবিদ্যুৎ সহ-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কয়েক পশলা বৃষ্টি ভিজবে কলকাতাও (Kolkata)।

আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণিঝড় রেমালের (Remal) প্রভাবে বঙ্গোপসাগরে বায়ুপ্রবাহ অস্বাভাবিক হয়ে পড়ে। সেই কারণেই বর্ষা ঢুকতে এতটা দেরি হচ্ছে। শনি ও রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি সামান্য হলেও কমবে কিন্তু সোমবার থেকে ফের পরিস্থিতির বদল হতে পারে। উত্তরের ৫ জেলায় শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ কলকাতার তাপমাত্রা ৩২- ৩৩ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কম। আগামী সপ্তাহের গোড়া থেকে ফের বাড়বে তাপমাত্রা।