নিট তদন্তে অমিতের ফ্ল্যাটে মিলল ব্যাংকের কার্ড, চেকবুক! ধৃতদের আদালতে পেশ সিবিআইয়ের

নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের (NEET Paper leak case) অন্যতম মূলচক্রী অমিত আনন্দর (Amit Ananda) ফ্ল্যাটে মিলল ব্যাংকের এটিএম কার্ড (ATM Card), চেক বুক। এর আগে পোড়া প্রশ্নপত্রের হদিশ মিলেছিল। দায়িত্ব নেওয়ার পর CBI আধিকারিকরা তল্লাশি চালাতে গিয়ে অভিযুক্তের ফ্ল্যাট থেকে একগুচ্ছ স্কুল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড(Pan Card), পাসপোর্ট সহ একাধিক নথি বাজেয়াপ্ত করেছেন বলে খবর। এর আগে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে অমিত জানিয়েছিলেন, প্রায় ৩০-৩২ লক্ষ টাকার বিনিময়ে পড়ুয়াদের প্রশ্নপত্র বিক্রি করা হয়েছিল! আজ ধৃত ১৯জনকে আদালতে পেশ করছে সিবিআই (CBI)। সূত্রের খবর সবাইকে হেফাজতে নিয়ে জেরা করতে চাই তদন্তকারী সংস্থা। NTA আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। এই পরীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গেও কথা বলতে চায় কেন্দ্রীয় এজেন্সি।

অন্যদিকে বিহার, ঝাড়খন্ড উত্তরপ্রদেশের পরে এবার নিট প্রশ্ন ফাঁস দুর্নীতিতে জুড়ে গেল মহারাষ্ট্রের নাম। লাতুর থেকে ATS -এর হাতে পাকড়াও দুই শিক্ষক। দুজনেই নিজস্ব কোচিং সেন্টারে পড়ুয়াদের JEE এবং নিট পরীক্ষার প্রশিক্ষণ দিতেন। সঞ্জয় তুকারাম যাদব এবং জলিল উমরখান পাঠান নামে দুই শিক্ষককে তুলে নিয়ে গিয়ে জেরা করে নান্দেড় অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ATS)। টানাকয়েক ঘণ্টা জেরার পর আপাতত তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। তবে তদন্তের স্বার্থে ফের ডাকা হতে পারে। গত ৫ মে দেশ জুড়ে প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী NEET UG পরীক্ষা দিয়েছিলেন। তার আগের রাতে বিহার পুলিশ চার জনকে গ্রেফতার করেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চার জন প্রশ্ন ফাঁসের বিষয়টি স্বীকার করেছেন। এখন ‘সলভার গোষ্ঠী’-র ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।

 

Previous articleযৌন হেনস্থার মামলায় গ্রেফতার প্রজ্জ্বল রেভান্নার ভাই সূরজ!
Next articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে