এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রাচি রাহ টাইগার্স (এসআরটি)। তারা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মোট ১০০ রান করে। এই রানে মূল অবদান রয়েছে পার্ণা পল ২১ রান এবং রোশনি খাতুন ১৯ রান। এলএসকেটি-এর হয়ে প্রিয়সি আইচ ২ উইকেট এবং অরুণা বর্মণ ১ উইকেট নেন।
১০১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স মাত্র ১৪.৪ ওভারে লক্ষ্য পৌঁছে যায়। এক উইকেট হারিয়ে ১০৪ রান করে তারা। তিথি দাস একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ৪৯ বলে ৫৭ রান করেন এবং মিতা পল ২৯ বলে ৩৪ রান করেন। মূলত তার দুরন্ত ব্যাটিংয়ের জেরে এদিন সহজেই জয়ের দোড়গোড়ায় পৌঁছে যায় এলএসকেটি। এসআরটির হয়ে একমাত্র উইকেট নেন রাসমণি দাস।

তিথি দাস তার অসাধারণ ইনিংসের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন।

