Friday, May 23, 2025

বাংলার জল বিক্রি হলে রাজ্যজুড়ে আন্দোলন হবে: প্রধানমন্ত্রীকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শপথ গ্রহণের আগেই বাংলার জল বিক্রি! বাংলার সঙ্গে কোনও আলোচনা না করে জল বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কড়া চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, নবান্ন সভাঘরের বৈঠক থেকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে তীব্র আক্রমণ করে বলেন, “কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করছে। ফারাক্কা নিয়ে বাংলাদেশের সঙ্গে বৈঠক হয়েছে। অথচ আমাদের জানায়নি৷“ তিস্তার জলবণ্টন নিয়ে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিয়েছেন বলেও জানান মমতা। তাঁর কথায়, বাংলার জল বিক্রি হলে, রাজ্যজুড়ে আন্দোলন হবে।এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী অবস্থান স্পষ্ট করে জানান, আমি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। কিন্তু বাংলার জল বিক্রি করতে দেব না। এরপরেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা (Mamata Banerjee) বলেন, “কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করছে। ফারাক্কার মিটিং হয়েছে, আমাদের জানায়নি। তিস্তায় জল নেই। ১৯৯৬ থেকে ফারাক্কা নিয়ে ভুগছি। ড্রেজিং করেনি বলে কলকাতা পোর্ট নষ্ট হচ্ছে।“

তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার জল বিক্রি করে দিল। এতে গঙ্গার ভাঙন বাড়বে। আত্রেয়ী নদী থেকে উত্তরবঙ্গ জল পেত। বাংলাদেশ চিনকে দিয়ে ৪টি বাঁধ দিয়ে জল বন্ধ করেছে।“ কটাক্ষ করে মমতা বলেন, উত্তরবঙ্গের মানুষ অবশ্য এই নিয়ে সচেতন নয়। তাঁরা বিজেপিকেই ভোট দিয়েছে। গঙ্গা ও তিস্তার জলবণ্টন নিয়ে কেন্দ্রকে কড়া চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভাষা-সংস্কৃতির মিল উল্লেখ করে মমতা লেখেন, অতীতে সেই দেশের সাহায্যে হাত বাড়িয়েছে রাজ্য। এক্ষেত্রে বাস সার্ভিস থেকে ছিটমহল বিনিময়ের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যকে অন্ধকারে রেখে জল বিক্রি নিয়ে তীব্র আক্রমণ করেন তিনি।







spot_img

Related articles

টোকিওতে প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব দরবারে ভারতের প্রতিনিধিরা। সেই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

সাগরে তৈরি হচ্ছে দুর্যোগ, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশ.ঙ্কা!

নিশ্চিন্ত আর থাকা গেল না। বাংলার আকাশে ফের দুর্যোগের কালো মেঘ। বঙ্গোপসাগরে (Bay of bengal) তৈরি হচ্ছে গভীর...

বাংলার উপকূলীয় দুর্যোগ নিয়ে টোকিওতে কেইও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে আলোচনায় অভিষেক

অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাস বিরোধী অভিযানে ভারতের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরতে জাপানে পৌঁছে গেছে দেশের প্রতিনিধি...

সেনা-বিএনপির চাপ, এবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ ইউনূসের!

পদ্মাপাড়ে ফের পালাবদলের ইঙ্গিত? এবার নাকি পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad...