Friday, August 22, 2025

বাংলার জল বিক্রি হলে রাজ্যজুড়ে আন্দোলন হবে: প্রধানমন্ত্রীকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

Date:

শপথ গ্রহণের আগেই বাংলার জল বিক্রি! বাংলার সঙ্গে কোনও আলোচনা না করে জল বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কড়া চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, নবান্ন সভাঘরের বৈঠক থেকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে তীব্র আক্রমণ করে বলেন, “কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করছে। ফারাক্কা নিয়ে বাংলাদেশের সঙ্গে বৈঠক হয়েছে। অথচ আমাদের জানায়নি৷“ তিস্তার জলবণ্টন নিয়ে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিয়েছেন বলেও জানান মমতা। তাঁর কথায়, বাংলার জল বিক্রি হলে, রাজ্যজুড়ে আন্দোলন হবে।এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী অবস্থান স্পষ্ট করে জানান, আমি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। কিন্তু বাংলার জল বিক্রি করতে দেব না। এরপরেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা (Mamata Banerjee) বলেন, “কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করছে। ফারাক্কার মিটিং হয়েছে, আমাদের জানায়নি। তিস্তায় জল নেই। ১৯৯৬ থেকে ফারাক্কা নিয়ে ভুগছি। ড্রেজিং করেনি বলে কলকাতা পোর্ট নষ্ট হচ্ছে।“

তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার জল বিক্রি করে দিল। এতে গঙ্গার ভাঙন বাড়বে। আত্রেয়ী নদী থেকে উত্তরবঙ্গ জল পেত। বাংলাদেশ চিনকে দিয়ে ৪টি বাঁধ দিয়ে জল বন্ধ করেছে।“ কটাক্ষ করে মমতা বলেন, উত্তরবঙ্গের মানুষ অবশ্য এই নিয়ে সচেতন নয়। তাঁরা বিজেপিকেই ভোট দিয়েছে। গঙ্গা ও তিস্তার জলবণ্টন নিয়ে কেন্দ্রকে কড়া চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভাষা-সংস্কৃতির মিল উল্লেখ করে মমতা লেখেন, অতীতে সেই দেশের সাহায্যে হাত বাড়িয়েছে রাজ্য। এক্ষেত্রে বাস সার্ভিস থেকে ছিটমহল বিনিময়ের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যকে অন্ধকারে রেখে জল বিক্রি নিয়ে তীব্র আক্রমণ করেন তিনি।







Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version