শপথ গ্রহণের আগেই বাংলার জল বিক্রি! বাংলার সঙ্গে কোনও আলোচনা না করে জল বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কড়া চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, নবান্ন সভাঘরের বৈঠক থেকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে তীব্র আক্রমণ করে বলেন, “কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করছে। ফারাক্কা নিয়ে বাংলাদেশের সঙ্গে বৈঠক হয়েছে। অথচ আমাদের জানায়নি৷“ তিস্তার জলবণ্টন নিয়ে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিয়েছেন বলেও জানান মমতা। তাঁর কথায়, বাংলার জল বিক্রি হলে, রাজ্যজুড়ে আন্দোলন হবে।
তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার জল বিক্রি করে দিল। এতে গঙ্গার ভাঙন বাড়বে। আত্রেয়ী নদী থেকে উত্তরবঙ্গ জল পেত। বাংলাদেশ চিনকে দিয়ে ৪টি বাঁধ দিয়ে জল বন্ধ করেছে।“ কটাক্ষ করে মমতা বলেন, উত্তরবঙ্গের মানুষ অবশ্য এই নিয়ে সচেতন নয়। তাঁরা বিজেপিকেই ভোট দিয়েছে। গঙ্গা ও তিস্তার জলবণ্টন নিয়ে কেন্দ্রকে কড়া চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভাষা-সংস্কৃতির মিল উল্লেখ করে মমতা লেখেন, অতীতে সেই দেশের সাহায্যে হাত বাড়িয়েছে রাজ্য। এক্ষেত্রে বাস সার্ভিস থেকে ছিটমহল বিনিময়ের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যকে অন্ধকারে রেখে জল বিক্রি নিয়ে তীব্র আক্রমণ করেন তিনি।