হলং বাংলোর অগ্নিকাণ্ডের নেপথ্যে ইঁদুর! জমা পড়লো তদন্ত রিপোর্ট

ঐতিহ্যবাহী হলং বাংলোর অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক রিপোর্ট জমা করলো বনদফতরের তদন্ত কমিটি। আর সেখানেই উঠে এলো ইঁদুরের নাম! একটু অবাক করার মতো তথ্য হলেও এই ইঁদুরের জন্যই পুড়ে ছাই বাংলোর আটটি ঘর। গত মঙ্গলবার রাত ৯টা নাগাদ জলদাপাড়ার ওই বাংলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শর্টসার্কিট থেকে আগুন লাগলেও এর নেপথ্যে ‘ইঁদুরের ভূমিকা’র উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

১৫ জুন থেকে জঙ্গল বন্ধ হয়ে যাওয়ায় বাংলোয় কোনও পর্যটক ছিলেন না। ঘটনার সময় বাংলোর এসি বন্ধ করা ছিল। কিন্তু তা সত্ত্বেও কীভাবে শর্ট সার্কিট হল? হলং বাংলোয় ইদুঁরের উৎপাতের অভিজ্ঞতা রয়েছে পর্যটকদেরও। ফলে ইঁদুরের দৌরাত্ম্যেই অগ্নিকাণ্ড ঘটেছে বলে মনে করছেন আধিকারিকরা। প্রাথমিক অনুমান, সুইচ বোর্ডের পিছনে ফাঁকা অংশ দিয়ে ইঁদুর ঢুকে বিদ্যুতের তার কেটে দেয়। সেখান থেকে শর্ট সার্কিট ঘটে।