ধর্মীয় উৎসব চলাকালীন এলোপাথাড়ি গুলি! রাশিয়ার সন্ত্রাসবাদী হামলায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

ভয়াবহ জঙ্গি হামলা রাশিয়ায় (Russia)। রবিবার দাগেস্তান শহরের একাধিক জায়গায় বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে ইতিমধ্যে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। যার মধ্যে রয়েছেন এক পাদরি-সহ একাধিক পুলিশ কর্মী। স্থানীয় সূত্রে খবর, দাগেস্তান প্রদেশের এক ইহুদী উপাসনালয়, গির্জা এবং একটি থানায় একইসঙ্গে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। তবে এদিন পুলিশের পাল্টা হামলায় খতম ৬ বন্দুকবাজও। মৃতদের মধ্যে রয়েছেন অর্থোডক্স চার্চের ধর্মগুরুও। বাকিদের খোঁজে জোর তল্লাশি চলছে।

ইতিমধ্যে ভিডিও বার্তা দিয়ে হামলার খবর নিশ্চিত করে আগামী তিনদিন দাগেস্তান প্রদেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছেন গভর্নর। পাশাপাশি রুশ তদন্তকারী কমিটির তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই দাগেস্তানের সন্ত্রাসবাদী হামলার ঘটনায় তদন্ত শুরু হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেননি। ইতিমধ্যেই আটক করা হয়েছে দুই বন্দুকবাজকে।

রবিবার দাগেস্তান এলাকায় খ্রিস্টানদের এক ধর্মীয় উৎসব চলাকালীন হামলা চলে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গাঢ় রঙের পোশাক পরে একদল বন্দুকবাজ প্রথমে পুলিশ পোস্টে হামলা চালায়। অন্যদিকে, সিনাগগ ও চার্চে ঢুকে আরেকদল হামলাকারী আগুন জ্বালিয়ে দেয়। পুলিশও পালটা অভিযানে নেমে ৬ সন্ত্রাসবাদীকে নিকেশ করে বলে খবর। ঘটনা ঘিরে স্বভাবতই উত্তর ককেশাসের ক্যাস্পিয়ান সাগর লাগোয়া দাগেস্তানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।