‘আন্তোনেল্লার সঙ্গে বন্ধ ছিল কথা, শুরু হয়েছিল দূরত্ব’, জন্মদিনে ফাঁস মেসির

এই নিয়ে মেসি বলেন, “ একটা সময় আমাদের মধ্যে কোন কথা ছিল না।

আজ ২৪ জুন । আর্জেন্তিনার তারকা ফুটবলার লিওনেল মেসির জন্মদিন। ৩৬ বছর পার ৩৭-এ পা দিলেন লিও। এবারের জন্মদিনটা আর্জেন্তাইন দলেরআজ ২৪ জুন । আর্জেন্তিনার তারকা ফুটবলার লিওনেল মেসির জন্মদিন। ৩৬ বছর পার ৩৭-এ পা দিলেন লিও। এবারের জন্মদিনটা আর্জেন্তাইন দলের সঙ্গে কাটাচ্ছেন মেসি। চলছে কোপা আমেরিকা। সেই কারণেই এবার দলের সঙ্গে লিও। আর এরই মাঝে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে তার বিচ্ছেদের কথা সামনে আনলেন মেসি। তবে সেই বিচ্ছেদ এখনের নয়, তাহল বিয়ের আগে।

এই নিয়ে মেসি বলেন, “ একটা সময় আমাদের মধ্যে কোন কথা ছিল না। প্রায় কোনও যোগাযোগই ছিল না আমাদের। ১৩ বছর বয়সে আমি স্পেনে চলে যাই। তারপর আন্তোনেল্লার সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। এখনকার মতো সহজে যোগাযোগ করা যেত না তখন। সুযোগ বা সুবিধা ছিল না। চিঠি লেখার সুযোগ ছিল। ইমেল করা যেত। কিন্তু এক দেশ থেকে অন্য দেশে ফোন করে কথা বলার খরচ খুব বেশি ছিল। সেই খরচের জন্যই আমাদের মধ্যে যোগাযোগ ধীরে ধীরে কমে গিয়েছিল। কথাও হত না দীর্ঘ দিন।” এরপর লিও আরও বলেন, “ তখন আমার বয়স ১৬ বা ১৭। তখন যোগাযোগ ব্যবস্থা কিছুটা সহজ হয়। ম্যাসেঞ্জারে কথা বলতাম আমরা। আমাদের দু’জনের ঘনিষ্ঠতা আবার বৃদ্ধি পেতে শুরু করল। তখন বুঝতে পারলাম, ছোটবেলার টান দু’জনের মধ্যেই রয়ে গিয়েছে। কিছুই বদলায়নি।“

দীর্ঘ প্রেমকাহিনির পর ২০১৭-এ বিয়েও হয় লিও-আন্তোনেল্লার। তিন সন্তানকে নিয়ে এখন তাঁদের সুখের সংসার।

আরও পড়ুন- আজ ইউরোতে স্পেন বনাম আলবেনিয়া, প্রতিপক্ষকে সমীহ লুইস দে লা ফুয়েন্তের