Monday, August 11, 2025

অভাবের তাড়নায় কাজ করতে গিয়েই বিপত্তি! আমেরিকায় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

Date:

সংসারে অভাবের তাড়নায় পাড়ি দিয়েছিলেন মার্কিন মুলুকে। কিন্তু সেখানে গিয়ে মৃত্যু হল অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh)এক যুবক। শুক্রবার আমেরিকার (USA) একটি মুদির দোকানে হামলা চালায় বন্দুকবাজ। সেই গুলিতেই ঝাঁঝরা হয়ে যান তিনজন। তার মধ্যে একজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা দাসারি গোপীকৃষ্ণ (Dasari Gopikrishan)। প্রাথমিকভাবে জানা যায়, আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন। আহত ১০। পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানান, ওই বন্দুকবাজের নাম ট্র্যাভিস ইউজিন।


শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটা নাগাদ আরকানসাস প্রদেশে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, রোজকার মতো এদিনও ওই মুদির দোকানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সকলেই ব্যস্ত ছিলেন কেনাকাটায়। কিন্তু আচমকাই সেখানে বন্দুক নিয়ে ঢুকে পড়ে ওই আততায়ী। সামনে যাকে দেখতে পায় তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সেই গুলি লাগে গোপীকৃষ্ণের শরীরেও। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কয়েকজন। এদিকে খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় আরকানসাস পুলিশ। পরে ওই আততায়ীর সঙ্গে গুলির লড়াই হয় পুলিশের।

এদিকে পুলিশের গুলিতে জখম হয় ওই বন্দুকবাজ। তারপর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পরদিন প্রকাশ্যে এসেছে মৃতদের পরিচয়। সেখানেই জানা যায়, মৃতদের তালিকায় রয়েছেন ৩২ বছর বয়সি দাসারি গোপীকৃষ্ণ। অন্ধ্রপ্রদেশ থেকে আট মাস আগে কাজের খোঁজে আমেরিকায় গিয়েছিলেন তিনি। তারপরে আরকানসাসের ম্যাড বুচার মুদি দোকানের বিলিং সেকশনে কাজ করতেন। এদিকে অন্ধ্রপ্রদেশেই রয়েছেন তাঁর স্ত্রী ও পুত্র। দাসারির মৃত্যুর খবরে শোকে বিহ্বল হয়ে পড়েছেন তাঁরা।

Related articles

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...

বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version