Tuesday, November 4, 2025

অভাবের তাড়নায় কাজ করতে গিয়েই বিপত্তি! আমেরিকায় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

Date:

সংসারে অভাবের তাড়নায় পাড়ি দিয়েছিলেন মার্কিন মুলুকে। কিন্তু সেখানে গিয়ে মৃত্যু হল অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh)এক যুবক। শুক্রবার আমেরিকার (USA) একটি মুদির দোকানে হামলা চালায় বন্দুকবাজ। সেই গুলিতেই ঝাঁঝরা হয়ে যান তিনজন। তার মধ্যে একজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা দাসারি গোপীকৃষ্ণ (Dasari Gopikrishan)। প্রাথমিকভাবে জানা যায়, আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন। আহত ১০। পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানান, ওই বন্দুকবাজের নাম ট্র্যাভিস ইউজিন।


শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটা নাগাদ আরকানসাস প্রদেশে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, রোজকার মতো এদিনও ওই মুদির দোকানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সকলেই ব্যস্ত ছিলেন কেনাকাটায়। কিন্তু আচমকাই সেখানে বন্দুক নিয়ে ঢুকে পড়ে ওই আততায়ী। সামনে যাকে দেখতে পায় তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সেই গুলি লাগে গোপীকৃষ্ণের শরীরেও। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কয়েকজন। এদিকে খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় আরকানসাস পুলিশ। পরে ওই আততায়ীর সঙ্গে গুলির লড়াই হয় পুলিশের।

এদিকে পুলিশের গুলিতে জখম হয় ওই বন্দুকবাজ। তারপর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পরদিন প্রকাশ্যে এসেছে মৃতদের পরিচয়। সেখানেই জানা যায়, মৃতদের তালিকায় রয়েছেন ৩২ বছর বয়সি দাসারি গোপীকৃষ্ণ। অন্ধ্রপ্রদেশ থেকে আট মাস আগে কাজের খোঁজে আমেরিকায় গিয়েছিলেন তিনি। তারপরে আরকানসাসের ম্যাড বুচার মুদি দোকানের বিলিং সেকশনে কাজ করতেন। এদিকে অন্ধ্রপ্রদেশেই রয়েছেন তাঁর স্ত্রী ও পুত্র। দাসারির মৃত্যুর খবরে শোকে বিহ্বল হয়ে পড়েছেন তাঁরা।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version