Thursday, August 21, 2025

দেশে লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশাতে বিধানসভাতেও ভোট হয়। সেখানে এবার পালাবদল। বিজেপির হাত হাত ছেড়ে একা লড়ে জিততে পারেনি নবীন পট্টনায়কের (Navin Pattanayek) বিজেডি। সরকার গড়েছে বিজেপি। রাজ্যসভাতেও তাই আপাতত একা চলার সিদ্ধান্ত নিয়েছে নবীন পট্টনায়কের দল। বিরোধী আসনে বসছে BJD। অতীতে এনডিএকে জোটে না থেকেও মোদি সরকারের বহু সিদ্ধান্তে সংসদে ইস্যু ভিত্তিক সমর্থন দিয়েছে বিজু জনতা দল। কিন্তু এবার সেই সমীকরণে পথে হাঁটছে না তারা।২০২৪ লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোট- INDIA-তে যোগ দেওয়ার জল্পনা দেখা দিয়েছিল BJD-র। কিন্তু শেষ পর্যন্ত জোটে যাননি নবীন। আবার ওড়িশায় বিধানসভা নির্বাচনেও বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেননি। ফলে বিজেডির দীর্ঘ শাসনকালে ইতি টেনে কলিঙ্গ-রাজ্যে ফুটেছে পদ্ম। রাজনৈতিক সমীকরণেও এসেছে পরিবর্তন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নবীন পট্টনায়েকর (Navin Pattanayek) সুসম্পর্ক থাকলেও বিজেডির হাইভোল্টেজ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ওড়িশার স্বার্থে রাজ্যসভায় শক্তিশালী বিরোধীর ভূমিকায় পালন করবে দল। রাজ্যসভার ৯ সাংসদকে এই নির্দেশ দিয়েছেন নবীন।

বিজেডি পক্ষ থেকে জানানো হয়েছে, “রাজ্যসভায় নবীন পট্টনায়কের নেতৃত্বে আমরা একটি শক্তিশালী বিরোধী হিসেবে থাকব। ওড়িশার মানুষ দেখবে কীভাবে বিজেডি প্রতিটি ইস্যুতে তাদের আওয়াজ তুলবে। বিজেডি সাংসদরা এবার শুধু বিষয় নিয়ে কথা বলার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না. একইসঙ্গে কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন সরকার ওড়িশার স্বার্থকে উপেক্ষা করলে তাঁরা আন্দোলনের রাস্তাতেও হাঁটতে বদ্ধপরিকর।“





Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version