“স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেসের সিদ্ধান্ত একতরফা। এ বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি, কোনো আলোচনা হয়নি।“- মঙ্গলবার লোকসভা অধিবেশনে ঢোকার মুখে একথা স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল (TMC) সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে, অধিবেশনে কংগ্রেস (Congress) সাংসদ তথা নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) পাশে বসে বেশ কিছুক্ষণ কথা বলেন অভিষেক।
তবে, এই কথা বলার কিছুক্ষণের মধ্যেই সংসদের ভিতরে রাহুল গান্ধীর পাশে বসে একান্ত আলাপচারিতা করতে দেখা যায় অভিষেককে। স্পিকার নির্বাচন থেকে অধিবেশনে সমন্বয় নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে বলে সূত্রের খবর। তবে, এই বিষয়ে দলের তরফ থেকে কিছু জানানো হয়নি। বুধবার দলের লোকসভার সব সাংসদকে সকাল ১০.৪৫ মিনিটের মধ্যে পুরনো সংসদ ভবনের দলীয় কার্যালয়ে উপস্থিত হতে নির্দেশ দিল তৃণমূল।