Wednesday, August 20, 2025

আজ রাতে ইউরো কাপের ম্যাচে নামছে ইংল্যান্ড। প্রতিপক্ষ স্লোভেনিয়া। চলতি ইউরোতে দুটো ম্যাচ খেলে ফেললেও, চেনা ছন্দে পাওয়া যায়নি গ্যারেথ সাউথগেটের দলকে। ডেনমার্কের বিরুদ্ধে ড্রয়ের পর হ্যারি কেনদের কড়া সমালোচনা করেছিলেন দুই প্রাক্তন তারকা গ্যারি লিনেকার ও অ্যালান শিয়েরার।

মঙ্গলবার স্লোভেনিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড। ২ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া কেনরা ম্যাচটা জিতলে তো বটেই, ড্র করলেও পরের রাউন্ডে পৌঁছে যাবেন। ম্যাচের আগে মিডিয়ার মুখোমুখি হয়ে কেন বলেন, ‘‘আমার ধারণা, ওঁদেরও কিছু দায়িত্ব রয়েছে। প্রত্যেকে নিজের মত প্রকাশ করতেই পারেন। কিন্তু ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার হিসাবে ওঁদেরও বোঝা উচিত, অনেকেই ওঁদের মন্তব্যে প্রভাবিত হন। তাই কিছু বলার আগে ওঁদের আরও ভাবা উচিত।’’ কেন আরও বলেছেন, ‘‘ওঁরা ইংল্যান্ডের হয়ে খেলেছেন। ইংল্যান্ডের জার্সি গায়ে চাপানো কতটা চাপের সেটা ওঁরা ভাল করেই জানেন। নেতিবাচক মন্তব্য করে ওরা আমাদের চাপে ফেলে দিচ্ছেন।’’

এদিকে, ডেনমার্কের বিরুদ্ধে গোল করলেও, কেনের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। দ্বিতীয়ার্ধে তাঁকে তুলে নিয়েছিলেন কোচ গ্যারেথ সাউথগেট। কেন যদিও বলছেন, ‘‘ফিটনেসের জন্য আমাকে তোলা হয়নি। কোচের সেই সময় অন্য পরিকল্পনা ছিল। তাই আমাকে তুলে নেওয়া হয়েছিল। আমি একশো শতাংশ ফিট। ডেনমার্কের বিরুদ্ধে গোল করেছি। আশা করি, পরের ম্যাচেও গোল করব।’’

এদিকে, এই গ্রুপের অন্য ম্যাচে ডেনমার্ক মুখোমুখি হচ্ছে সার্বিয়া। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। অন্যদিকে, সমান ম্যাচে সার্বিয়ার পয়েন্ট শূন্য।

আরও পড়ুন- এবার স্টিম্যাচের পালটা ফেডারেশনের


Related articles

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...

অষ্টম শ্রেণির পড়ুয়ার হাতে খুন দশমের ‘দাদা’! আহমেদাবাদের স্কুলে হামলা অভিভাবকদের

স্কুল চলাকালীন দশম শ্রেণির পড়ুয়ার সঙ্গে বাগবিতণ্ডায় অষ্টম শ্রেণির পড়ুয়া তাকে ধারালো অস্ত্র দিয়ে মেরে (stabbed) দেয়। বুধবার...

চন্দ্রনাথের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি রাজভবনের, আদালতে হাজিরার নির্দেশ

প্রাথমিক নিয়োগ মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিল রাজভবন (Rajbhavan)। কারামন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া...

সুস্পষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে!

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পূর্বাভাস মতোই স্থলভাগে প্রবেশ করতেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন...
Exit mobile version