Wednesday, December 17, 2025

শেষ মুহূর্তের গোলে প্রি-কোয়ার্টারে ইতালি, ক্রোয়েশিয়ার সঙ্গে করল ১-১ গোলে ড্র

Date:

ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে ইতালি। ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত ১-০ এগিয়ে থাকে লুকা মোদ্রিচরা। কিন্তু ইনজুরি টাইমের একেবারেই শেষ মুহূর্তে ১-১ করে ইতালি। যার ফলে নকআউটে ইতালি।

পরপর দুম্যাচ জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল স্পেন। লড়াই ছিল বাকি তিন দলের মধ্যে। ইতালির লাগত এক পয়েন্ট, আর ক্রোটদের দরকার ছিল তিন পয়েন্টের। সেই ভাবেই ম্যাচে নামেন মোদ্রিচরা। তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে পারেনি কোন দলই। ম্যাচের দিতিয়ার্ধে ঝাঁঝ বাড়ায় দুদল। দ্বিতীয়ার্ধের কয়েক মিনিট পরেই পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। বাঁ দিক থেকে আন্দ্রেই ক্রামারিচের ক্রস বক্সের মধ্যে ডেভিড ফ্রাত্তেসির হাতে লেগে দিক পরিবর্তন করে। রেফারি প্রথমে পেনাল্টি না দিলেও ভিএআর-এর পরামর্শে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলান রেফারি। তবে সেই সুযোগ নষ্ট করেন মদ্রিচ। নীচু শট মেরেছিলেন ডোনারুম্মার বাঁ দিকে। ইটালির গোলকিপার ঝাঁপিয়ে সেই শট বাঁচিয়ে দেন। তবে এর কয়েক সেকেন্ডের মধ্যে গোল করেন সেই মরিচ। ডান দিক থেকে ভেসে আসা ক্রসে আন্তে বুদিমিরের প্রচেষ্টা বাঁচিয়ে দেন ডোনারুম্মা। কিন্তু পড়ে যান মাটিতে। উঠে দাঁড়ানোর আগেই পিছনে থাকা মদ্রিচ বাঁ পায়ের শটে বল জালে জড়ান। ১-০ এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর আক্রমণে ঝাঁপায় ইতালি। যার ফলে একেবারে শেষ মুহূর্তে গোল করে তারা। ম্যাচ শেষের বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে কালাফিয়োরির পাস ফাঁকায় পেয়েছিলেন মাতিয়া জাকাগনিকে। নিখুঁত প্লেসিংয়ে তিনি বল জালে জড়ানোর সঙ্গে সঙ্গে স্বপ্নভঙ্গ হয় ক্রোয়েশিয়ার।

অপরদিকে আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। এর ফলে নয় পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে থাকল তারা। স্পেনের হয়ে গোল টোরেসের।

আরও পড়ুন- কোপার শুরুতেই আটকে জেল ব্রাজিল, কোস্টারিকার সঙ্গে করল গোলশূন্য ড্র

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version