Tuesday, May 20, 2025

নারী ক্ষমতায়নে আরও একটি পদক্ষেপ! মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু লেডিস স্পেশাল বাস

Date:

Share post:

এই মুহূর্তে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি নিজেও চিরকাল নারী ক্ষমতায়নে কথা বলে এসেছেন। শুধু মুখে বলাই নয়, বাংলায় একাধিক প্রকল্প সাফল্যের সঙ্গে রূপায়ণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী সহ পশ্চিমবঙ্গ সরকারের একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প দেশের মধ্যে মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিদেশের মাটিতেও প্রশংসা কুড়িয়েছে। সেই তালিকায় নয়া সংযোজন লেডিস স্পেশাল বাস (Ladies Special Bus)।

এবার গণপরিবহণে মহিলাদের রোজকার ভোগান্তি লাঘব করতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। অফিস টাইমের চূড়ান্ত ব্যস্ত সময়ে ও ভিড়ভাট্টায় শুধুমাত্র মহিলাদের জন্য সরকারি বাস (Ladies Special Bus) পরিষেবা চালু হল কলকাতায়। আজ, মঙ্গলবার শুরু হল পরিষেবা। হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত মিলবে এই বিশেষ পরিষেবা। শুধুমাত্র মহিলা যাত্রীরাই বাসে উঠতে পারবেন। পুরুষ চালক বাসটি চালালেও কন্ডাকটরের দায়িত্ব পালন করবেন মহিলা কর্মী।

আজ, মঙ্গলবার হাওড়া স্টেশনের সামনে থেকে সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে এই ‘লেডিস স্পেশাল’ সরকারি বাস পরিষেবা চালু হল। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশে মহিলা যাত্রীদের স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পরীক্ষামূলকভাবে এই বাস পরিষেবা চালু করা হচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় হাওড়া স্টেশন থেকে নন-এসি এই বাস ছাড়বে। বাসটি ডালহৌসি, ধর্মতলা, পার্ক স্ট্রিট, হাজরা, রাসবিহারী হয়ে বালিগঞ্জ স্টেশন পৌঁছবে। এরপর বিকেল সাড়ে ৪টের সময় বালিগঞ্জ থেকে যাত্রী তুলে বাসটি হাওড়া স্টেশনে আসবে।”

পরিবহন মন্ত্রীর দাবি, অফিস টাইমে বাসগুলিতে প্রচণ্ড ভিড় হয়। পুরুষ সহযাত্রীদের সঙ্গে ঠেলাঠেলি করে, কোনও কোনও ক্ষেত্রে রীতিমতো লড়াই করে গন্তব্যে পৌঁছতে হয় মহিলাদের। তাই এই বিশেষ বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যাপ্ত যাত্রী হলে এবং বাসের চাহিদা বাড়লে এই ধরনের বাসের সংখ্যা আগামী দিনে বাড়ানো হবে।”

আরও পড়ুন: হাওড়াগামী দুন এক্সপ্রেসে দুষ্কৃতী তাণ্ডব! প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা

 

spot_img

Related articles

উত্তর নিয়ে আরও প্রস্তাব নেতা-মন্ত্রীদের! মুখ্যমন্ত্রীর হাত ধরে এগিয়ে বাংলার শিল্প

উত্তরে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী একাধিক শিল্প সম্ভাবনার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। সোমবার শিল্প সম্মেলনে...

স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে কড়া বার্তা! কেন্দ্রের টোল ট্যাক্স নিয়ে তীব্র অসন্তোষ মুখ্যমন্ত্রীর

প্রিয় নেত্রীকে সামনে পেয়ে যা অভাব অভিযোগ ছিল সব কিছু তাঁকে জানিয়েছেন শিল্পপতিরা। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের...

শিল্পের নয়া দিগন্ত উত্তরে! প্রাপ্য টাকা না দেওয়ায় ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী বিভিন্ন উদ্যোগে বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। এসেছে বিনিয়োগের জোয়ার। সোমবার শিলিগুড়িতে...

সরকার আইনি পথে কাজ করছে! ধৈর্য ধরুন, আশ্বাস শিক্ষামন্ত্রীর 

মুখ্যমন্ত্রীর আশ্বাস থাকা সত্ত্বেও বিকাশ ভবনের সামনে কিছু শিক্ষক ও অশিক্ষক কর্মীর বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী...