একদিনের বিশ্বকাপের বদলা, অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ।

এযেন একদিনের বিশ্বকাপের বদলা। টি-২০ বিশ্বকাপে সুপার আটের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারতীয় দল। সুপার আটের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে সেমিফাইনালে টিম ইন্ডিয়া। এদিন ব্যাট হাতে দাপট ভারত অধিনায়কের। ৯২ রান করেন তিনি। বল হাতে দাপট অর্শদীপ সিং-এর। নিলেন তিন উইকেট। তবে এদিনও রান পেলেন না বিরাট কোহলি। শূন্যরানে আউট হন তিনি। সেমিফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড।

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে ভারত। ম্যাচে এদিন ব্যাট হাতে দাপট রোহিত শর্মার । ৯২ রান করেন তিনি। ৩১ রান করেন সূর্যকুমার যাদব। ২৮ রান করেন শিভম দুবে। তবে এদিনও ব্যাট হাতে ব্যর্থ বিরাট। শুন্যরানে আউট হন তিনি। পন্থ করেন ১৫ রান। ২৭ রান করেন হার্দিক পান্ডিয়া। অজিদের হয়ে দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক এবং স্টোনিস। একটি উইকেট নেন হ্যাজলউড।

জবাবে ব্যাট করতে নেমে ১৮১ রানে গুটিয়ে যায় অজি ব্রিগেড। অস্ট্রেলিয়ার হয়ে লড়াই চালান ট্রাভিস হেড। ৭৬ রান করেন তিনি। ৩৭ রান করেন মিচেল মার্শ। ৬ রান করেন ডেভিড ওয়ার্নার। ২০ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের ৩ উইকেট অর্শদীপ সিং-এর। ২ উইকেট কুলদীপ যাদবের। একটি করে উইকেট যশপ্রীত বুমরাহ এবং অক্ষর প্যাটেল-এর।

আরও পড়ুন- জল্পনার অবসান, মোহনবাগানে আপুইয়া, জানিয়ে দিল মুম্বই