Wednesday, August 27, 2025

কসবা বাসীর জন্য স্বস্তির খবর। দুর্ঘটনার কারণে কয়েকদিন বন্ধ থাকার পর ফের স্বমহিমায় ফিরতে চলেছে অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)। অগ্নিকাণ্ডের ঘটনার পর গোটা বিল্ডিংটির বিদ্যুৎ সংযোগ বন্ধ করার পাশাপাশি ব্যবসায়িক দখলে থাকা দোকান এমনকি বিভিন্ন অফিসও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবার মিলেছে স্বস্তির খবর। অ্যাক্রোপলিস মলের সিনিয়র অপারেশন ম্যানেজার কৃষ্ণ ঝা (Krishna Jha, Senior Manager Operation, Acropolis Mall) জানিয়েছেন, যে পাঁচ থেকে কুড়ি তলা পর্যন্ত এই ব্লকে অবস্থিত অফিসগুলির স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য ফায়ার সার্ভিসের (West Bengal Fire Service) পক্ষ থেকে বিদ্যুৎ পুনরুদ্ধারের (Power restoration) অনুমোদন দেওয়া হয়েছে। গ্রাউন্ড ফ্লোর থেকে চার তলা পর্যন্ত অংশের ক্ষেত্রেও এটি প্রযোজ্য, তবে যে অংশে আগুন লেগেছিল সেখানকার মেরামতি এবং জিনিসপত্রের পুনস্থাপনের জন্য কিছু কাজ বাকি রয়েছে। অগ্নি নির্বাপন সরঞ্জামের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)। কসবা (Kasba) এলাকার একটি মাইলফলক। সম্প্রতি বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে মল বন্ধ হতেই মন খারাপ এলাকার। সবাই চাইছিলেন সবদিক খতিয়ে দেখে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করে দ্রুত চালু হোক অ্যাক্রোপলিস। মল-কালচারপ্রেমীদের সুখবর শুনিয়েছেন সিনিয়র অপারেশন ম্যানেজার। তিনি জানান লিফটের স্বাস্থ্য পরীক্ষা, এবং বিভিন্ন ইনস্টলেশন, ৪ লক্ষ বর্গফুটের বেশি বিস্তৃত পুরো অফিস ব্লকের জন্য পরিষ্কারের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। কৃষ্ণ ঝা জানান, যে সোমবার বিকেল পাঁচটার পর মনের যে অফিস ব্লক রয়েছে সেই কোম্পানিগুলোকে আসতে বলা হয় যাতে তারা নিজেদের বৈদ্যুতিন ব্যবস্থার পরীক্ষা করে নিতে পারেন। সব ঠিক থাকলে কানেকশন দেওয়া হবে। এয়ার হ্যান্ডলিং ইউনিট এবং কমন এরিয়া পরিষ্কারের কাজ চলছে। শুধু তাই নয় মলের অফিস ব্লকে ফায়ার ডিটেকশন সিস্টেম চেক করার পর যদি দেখা যায় কোন সমস্যা নেই সে ক্ষেত্রে দেড় ঘন্টা এসি চালিয়ে পরীক্ষা করার অনুমতিও দেওয়া হয় বলে জানান অ্যাক্রোপলিস মলের সিনিয়র ম্যানেজার।

 

Related articles

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...
Exit mobile version